ইন্দোনেশিয়ার পূর্ব জাভা প্রদেশে মাউন্ট সেমেরু আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাতে অন্তত ১৩ জন মারা গেছেন। এঘটনায় আহত হয়েছেন আরও অন্তত ৫৭ জন। খবর বিবিসির।
দেশটির ঊর্ধ্বতন কর্মকর্তারা বলেছেন, অগ্ন্যুৎপাতের কারণে ছড়িয়ে পড়া দৈত্যাকার ছাই মেঘ দেখে সেখানকার অনেক বাসিন্দাকে পালিয়ে যেতে দেখা গেছে।
ইন্দোনেশিয়ার দুর্যোগ প্রশমন সংস্থার (বিএনপিবি) একজন মুখপাত্র বলেছেন, আহতদের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।
লুমাজাং জেলার অন্তত ১১টি গ্রাম অগ্ন্যুৎপাতের কারণে ছড়িয়ে পড়া ছাইয়ে আবৃত করে ফেলেছে। এসময় অনেককে মসজিদ ও অস্থায়ী আশ্রয় কেন্দ্রে যেতে দেখা যায়।
দেশটির দুর্যোগ প্রশমন সংস্থার (বিএনপিবি) কর্মকর্তারা জানিয়েছে, এ পর্যন্ত ওই এলাকা থেকে ৯০২ জনকে সরিয়ে নেওয়া হয়েছে।