দক্ষিণ আমেরিকার দেশ পেরুর উত্তরাঞ্চলে শক্তিশালী ৭ দশমিক ৫ মাত্রার ভূমিকম্প অনুভূত হয়েছে। খবর বয়টার্সের।
মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিএস জানিয়েছে, রোববার (২৮ নভেম্বর) ভোরে পেরুর বারানকা থেকে ৪০ কিলোমিটার দূরে ভূমিকম্পটি আঘাত হেনেছে। এর গভীরতা ছিল ১১২ দশমিক ৫ কিলোমিটার।
তাৎক্ষণিকভাবে ভূমিকম্পে কোনও ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। ভূমিকম্প দেশটির রাজধানী লিমা পর্যন্ত অনুভূত হয়েছে।
ইউরো-ভূমধ্যসাগরীয় সিসমোলজিক্যাল সেন্টার এক টুইট বার্তায় জানিয়েছে, আমাজন রেইনফরেস্টের কম জনবহুল অঞ্চলে ভূমিকম্পটি হয়েছে।
মার্কিন সুনামি সতর্কতা ব্যবস্থা বলেছে, ভূমিকম্পের পর কোনও সুনামি সতর্কতা নেই।