মৃত্যুর গুজব উড়িয়ে অবমেষে প্রকাশ্যে এসেছেন আফগানিস্তানের ক্ষমতাসীন গোষ্ঠী তালেবানের সর্বোচ্চ নেতা হাইবাতুল্লাহ আখুন্দজাদা। তালেবানের দক্ষিণাঞ্চলীয় শহর কান্দাহারে একটি মাদরাসা পরিদর্শন করেছেন তিনি।
রোববার (৩১ অক্টোবর) তালেবানের দুটি সূত্রের বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স এ তথ্য নিশ্চিত করেছে।
তালেবানের একজন সিনিয়র নেতা রয়টার্সকে বলেছেন, ‘আমার উপস্থিতিতে গতকাল শনিবার (৩০ অক্টোবর) কান্দাহারে জামিয়া দারুল উলুম হাকিমিয়া মাদরাসা পরিদর্শন করেছেন সর্বোচ্চ নেতা হাইবাতুল্লাহ আখুন্দজাদা।’
আফগানিস্তান থেকে যুক্তরাষ্ট্র ও ন্যাটো বাহিনী সেনা প্রত্যাহার করে নেওয়ার পর গত ১৫ আগস্টে দেশটিতে তালেবান ক্ষমতায় বসে। তালেবানের
রহস্যময় নেতা হাইবাতুল্লাহ আখুন্দজাদা।
২০১৬ সাল থেকে তালেবানের রাজনৈতিক, ধর্মীয় এবং সামরিক বিষয়ে চূড়ান্ত কর্তৃত্বের অধিকারী হিসেবে এ পদে আছেন তিনি। সম্প্রতি তিনি মারা গেছেন এমন গুজব ছড়িয়ে পড়ে। তবে তালেবানের পক্ষ থেকে বরাবরই তার মৃত্যুর বিষয়টি নাকচ করা হচ্ছিলো।