চীনের সিনোভ্যাকের টিকার জরুরি অনুমোদন বিশ্ব স্বাস্থ্য সংস্থার

এশিয়া, আন্তর্জাতিক

আন্তর্জাতিক ডেস্ক, বার্তা২৪.কম, ঢাকা | 2023-08-08 14:26:12

চীনের সিনোভ্যাক বায়োটেকের ‘কোরোনাভ্যাক’ করোনাভাইরাসের টিকার জরুরি ব্যবহারের অনুমোদন দিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)।

মঙ্গলবার (০১ জুন) বিশ্ব স্বাস্থ্য সংস্থা এই টিকার জরুরি ব্যবহারের অনুমোদন দিয়েছে।

সাউথ চায়না মর্নিং পোস্টের খবরে বলা হয়, চীনে উৎপাদিত করোনার দ্বিতীয় ভ্যাকসিন হিসেবে এর অনুমোদন দিল ডব্লিউএইচও।

এর আগে, দেশটির রাষ্ট্রীয় মালিকানাধীন চায়না ন্যাশনাল ফার্মাসিউটিক্যাল গ্রুপ (সিনোফার্ম) এর সহযোগিতায় বেইজিং ইনস্টিটিউট উৎপাদিত ভ্যাকসিন অনুমোদন পায়।

সিনোভ্যাক লাইফ সায়েন্সেস এর বেইজিং ইউনিটে প্রতি বছর ১০০ কোটি ডোজ ভ্যাকসিন উৎপাদন করা সম্ভব হবে বলে আশা করছে কোম্পানিটি।

এদিকে, চীনের সিনোভ্যাক, সিনোফার্ম ও ক্যানসিনো বিশ্ব স্বাস্থ্য সংস্থার ভ্যাকসিন কার্যক্রমের আওতায় কোভ্যাক্সে এক কোটি ডোজ ভ্যাকসিন সরবরাহ করার পরিকল্পনা করছে।

এ সম্পর্কিত আরও খবর