অস্ট্রেলিয়ার সমুদ্রে একটি মাছ ধরার ট্রলারে ২৩ বছর বয়সী এক ব্রিটিশ নাগরিকের মৃত্যু হয়েছে।
অস্ট্রেলিয়ার উত্তর প্রদেশের কারপেন্টিয়ার উপসাগরে বৃহস্পতিবার (৪ অক্টোবর) এ ঘটনা ঘটে।
স্থানীয় পুলিশ সূত্রে আন্তর্জাতিক গণমাধ্যম জানিয়েছে, সমুদ্রে মাছ ধরার জন্য জাল ফেলেছিলেন ওই ব্রিটিশ নাগরিক। জাল গুটিয়ে নেওয়ার সময় তাতে উঠে আসে এটি সাপ। এ সময় সাপটি তাকে কামড়ায়।
দুর্ঘটনার খবর পেয়ে মেডিকেল ইমার্জেন্সি সেবা প্রদানকারী কেয়ার ফ্লাইট ঘটনাস্থলে পৌঁছে তাকে প্রাথমিক চিকিৎসা দেয়। পরে তাকে উন্নত চিকিৎসার জন্য বোরোলুল্লায় শহরে নিয়ে যাওয়া হয়ে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।
অস্ট্রেলিয়ায় অবস্থিত ব্রিটিশ দূতাবাস মারা যাওয়া ব্যক্তির মরদেহ সনাক্ত করেছে। দূতাবাস থেকে এই ঘটনার তদন্ত করা হবে বলে জানানো হয়েছে।
দেশটির দূতাবাসের মুখপাত্র বলেছেন, সমুদ্রে মারা যাওয়া আমাদের নাগরিকের পরিবারকে সব ধরনের সহায়তা করছি। এ বিষয়ে অস্ট্রেলিয়ার কর্তৃপক্ষের সঙ্গেও আমরা কথা বলব।
কুইন্সল্যান্ডের উত্তরাংশের পানিতে অন্তত ৩২ ধরনের সাপ এর খোঁজ পাওয়া যায় বলে জানা যায় মেরিন এডুকেশন অব সোসাইটি অব অস্ট্রেলিয়ার সূত্রে। অস্ট্রেলিয়ার সমুদ্রের ওই অংশে যেসব মাছ ধরার ট্রলার রয়েছে তাতে এ ধরনের দুর্ঘটনা বেশি ঘটছে বলে জানা যায়।