অক্সিজেনের অভাবে কর্ণাটকে ২৪ করোনা রোগীর মৃত্যু

ভারত, আন্তর্জাতিক

আন্তর্জাতিক ডেস্ক, বার্তা২৪.কম, ঢাকা | 2023-08-29 16:38:13

অক্সিজেনের অভাবে কর্ণাটকের একটি হাসপাতালের ২৪ জন করোনা রোগী মারা গেছেন।

সোমবার (০৩ মে) টাইমস অব ইন্ডিয়া জানায়, ওই হাসপাতালের এক কর্মকর্তা এ তথ্য নিশ্চিত করেছেন।

এ বিষয়ে রাজ্যের মন্ত্রী সুরেশ কুমার জানিয়েছেন, আমরা এখনও অডিট রিপোর্টের জন্য অপেক্ষা করছি। তারপরেই এই বিষয়ে কোনও মন্তব্য করব। ইতিমধ্যে কর্ণাটকের মুখ্যমন্ত্রী বি এস ইয়াদুরাপ্পা ছামরাজানগরের জেলা শাসকের সঙ্গে এই বিষয়ে কথা বলেছেন এবং কেন অক্সিজেনের অভাবে কোভিড রোগীর মৃত্যু হল, সে বিষয়ে একটি সামগ্রিক রিপোর্ট চেয়েছেন তিনি।

করোনা সুনামিতে দেশে হাহাকার পড়ে গিয়েছে। অক্সিজেনের অভাবে চরম সংকট দেশজুড়ে। রোজই অক্সিজেনের অভাবে প্রাণহানির খবর সামনে আসছে।

এদিকে, দুই আগেই অক্সিজেনের অভাবে দিল্লির বাত্রা হাসপাতালে মৃত্যু হয়েছিল আটজনের। যাঁদের মধ্যে একজন চিকিৎসক ছিলেন।

ভারতে গত ২৪ ঘণ্টায় করোনায় নতুন করে আক্রান্ত হয়েছেন ৩ লাখ ৬৮ হাজার ১৪৭ জন। করোনায় একদিনে মৃত্যু হয়েছে ৩ হাজার ৪১৭ জনের। গত ২৪ ঘণ্টায় দেশটিতে করোনাকে হারিয়ে জয়ী হয়েছেন ৩ লাখ ৭৩২ জন।

কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয়ের পরিসংখ্যান অনুসারে ভারতে মোট আক্রান্তের সংখ্যা ১ কোটি ৯৯ লাখ ২৫ হাজার ৬০৪ জন। মোট সুস্থ হয়েছেন ১ কোটি ৬২ লাখ ৯৩ হাজার ৩ জন। মোট মৃতের সংখ্যা ২ লাখ ১৮ হাজার ৯৫৯। এই মুহূর্তে দেশে অ্যাক্টিভ কেসের সংখ্যা ৩৪ লাখ ১৩ হাজার ৬৪২।

এ সম্পর্কিত আরও খবর