ভারতের বাইরেও টিকা উৎপাদন করবে সেরাম

ভারত, আন্তর্জাতিক

আন্তর্জাতিক ডেস্ক, বার্তা২৪.কম, ঢাকা | 2023-08-24 14:54:02

করোনাভাইরাসের টিকা সংকট দূর করতে ভারতের বাইরেও উৎপাদন করার পরিকল্পনা করছে সেরাম ইনস্টিটিউট।

শুক্রবার (৩০ এপ্রিল) গণমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন প্রতিষ্ঠানটির সিইও আদর পুনাওয়ালা।

অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার তৈরি করোনার টিকা উৎপাদন করছে সেরাম। টিকা উৎপাদনে বিশ্বের সবচেয়ে বড় প্রতিষ্ঠান এটি।

আদর পুনাওয়ালা বলেছেন, টিকার চাহিদা অনুযায়ী জোগান দিতে না পারায় তারা এ সিদ্ধান্ত নিয়েছে। আগামী কয়েক দিনের মধ্যেই সেরামের পক্ষ থেকে এ বিষয়ে ঘোষণা দেওয়া হবে বলে তিনি জানান।

জুলাইয়ের মধ্যে সেরাম ইনস্টিটিউট টিকা উৎপাদন মাসে ১০ কোটি ডোজে উন্নীত করতে পারবে বলে গত সপ্তাহেই জানিয়েছিলেন পুনাওয়ালা।

এর আগে উৎপাদন বাড়াতে মে মাসের শেষ সপ্তাহ পর্যন্ত একটি সময়সীমা জানানো হয়েছিল।

ছয় মাসের মধ্যেই প্রতিষ্ঠানটির বার্ষিক টিকা উৎপাদন সক্ষমতা ২৫০ কোটি থেকে ৩০০ কোটি পর্যন্ত বাড়ানো যাবে বলেও আশা প্রকাশ করেন তিনি।

এদিকে, করোনাভাইরাসের দ্বিতীয় ঢেউয়ে ব্যাপক সংক্রমণে পর্যদুস্ত ভারত। দেশটি প্রতিদিনই যেন নতুন রেকর্ড হচ্ছে। গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছে চার লাখ এক হাজার ৯৯৩ জন এবং মারা গেছে তিন হাজার ৫২৩ জন।

এ সম্পর্কিত আরও খবর