ভারতে অক্সিজেন ট্যাংকার লিক করে ২২ করোনা রোগীর মৃত্যু

ভারত, আন্তর্জাতিক

আন্তর্জাতিক ডেস্ক, বার্তা২৪.কম, ঢাকা | 2023-08-23 23:15:21

ভারতের মহারাষ্ট্রে একটি হাসপাতালে অক্সিজেন ট্যাংকার লিক হয়ে ২২ করোনা রোগীর মৃত্যু হয়েছে।

বুধবার (২১ এপ্রিল) দুপুরে মহারাষ্ট্রের নাসিকের ডা. জাকির হুসেন হাসপাতালে এ মর্মান্তিক ঘটনা ঘটে।

এনডিটিভির খবরে বলা হয়, দুর্ঘটনার সময় হাসপাতালের ভেন্টিলেটরে ছিলেন ওই ২২ করোনা রোগী। দমবন্ধ হয়ে তাঁদের মৃত্যু হয়। এই ঘটনার সময় ওই হাসপাতালে ১৭১ জন রোগী ছিলেন। বহু রোগীকে অন্য হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে।

হাসপাতাল সূত্রে জানা যাচ্ছে, ট্যাংকারে অক্সিজেন ভর্তি করা হচ্ছিল। সেই সময়ই ট্যাংকার থেকে অক্সিজেন লিক করে। পরিস্থিতি সামলাতে খবর পেয়ে ঘটনাস্থলে যায় দমকল।

মহারাষ্ট্রের স্বাস্থ্যমন্ত্রী রাজেশ তোপে জানিয়েছেন, নাসিকে ট্যাংকারে ভালভ লিক করে এই ঘটনা ঘটেছে। প্রচুর পরিমাণে অক্সিজেন লিক করেছে।

মহারাষ্ট্রের সাবেক মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবীশ বলেছেন, নাসিকে যা ঘটেছে, তা ভয়ঙ্কর। তিনি এঘটনার তদন্তের দাবি জানিয়েছেন।

উল্লেখ্য, করোনাকালে অক্সিজেন ট্যাংকারের ঘাটতি দেখা গিয়েছে দেশটিতে। মহারাষ্ট্রে করোনা পরিস্থিতি বিপজ্জনক। এর মধ্যে এমন ঘটনা ঘটলো।

এ সম্পর্কিত আরও খবর