করোনা শুরুর পর প্রথম বাংলাদেশ সফর নিয়ে আমি খুশি: মোদি

ভারত, আন্তর্জাতিক

স্পেশাল করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, ঢাকা | 2023-08-30 16:22:32

করোনা প্রাদুর্ভাব শুরু হওয়ার পর আমার প্রথম বিদেশ সফর আমাদের বন্ধুত্বপূর্ণ প্রতিবেশী বাংলাদেশে। এ জন্য আমি খুব খুশি।

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ঢাকা আসার আগে এক বিবৃতিতে এ কথা বলেন। তিনি আরও বলেন, তার বাংলাদেশ সফর, করোনা প্রাদুর্ভাব শুরু হওয়ার পর এটাই তার প্রথম বিদেশ ভ্রমণ। এর মাধ্যমে প্রতিবেশী দেশটির অর্থনৈতিক ও উন্নয়নমূলক সাফল্যের জন্য ভারতের সমর্থনকে আকাঙ্ক্ষিত করবে।

দেশটিতে তার দু'দিনের সফরের একদিন আগে বৃহস্পতিবার ( ২৫ মার্চ) এক বিবৃতিতে মোদি বলেন, বাংলাদেশ ও ভারত গভীর সাংস্কৃতিক অংশীদার, ভাষাগত এবং জনগণের মধ্যে সম্পর্কে শক্ত বন্ধনে আবদ্ধ।

তিনি বলেন, আমার সফর কেবল প্রধানমন্ত্রী শেখ হাসিনার দূরদর্শী নেতৃত্বের অধীনে বাংলাদেশের উল্লেখযোগ্য অর্থনৈতিক ও উন্নয়নমূলক অগ্রগতির প্রশংসা জানাতে একটি উপলক্ষ্য হবে না, তবে এই অর্জনগুলোর জন্য ভারতের অবিচ্ছিন্ন সমর্থন প্রতিশ্রুতিবদ্ধও হবে।

তিনি আরও যোগ করেন, আমি কোভিড -১৯ এর বিরুদ্ধে বাংলাদেশের লড়াইয়ের পক্ষে ভারতের সমর্থন ও সংহতিও প্রকাশ করব।

মোদি বলেন, তিনি জাতীয় দিবস উদযাপনে অংশ নেওয়ার অপেক্ষায় রয়েছেন, যা বাংলাদেশ জাতির জনক শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকীও স্মরণ করবে। বঙ্গবন্ধু গত শতাব্দীর অন্যতম দীর্ঘ নেতা ছিলেন, যার জীবন ও আদর্শ লাখ লাখকে অনুপ্রাণিত করে চলেছে।

এ সম্পর্কিত আরও খবর