৪ মাসের মধ্যে ভারতে এক দিনে করোনায় সর্বোচ্চ শনাক্ত

ভারত, আন্তর্জাতিক

আন্তর্জাতিক ডেস্ক, বার্তা২৪.কম, ঢাকা | 2023-08-25 01:53:16

ভারতে চার মাসের মধ্যে করোনাভাইরাসে গত ২৪ ঘণ্টায় সবচেয়ে বেশি রোগী শনাক্ত হয়েছে। এদিন দেশটিতে করোনায় সংক্রমিত ৪০ হাজার ৯৫৩ জন নতুন রোগী শনাক্ত হয়েছে। গত বছরের ২৯ নভেম্বরের পর দেশটিতে এটাই সর্বোচ্চ দৈনিক শনাক্ত।

এ সময়ে করোনাভাইরাসে সংক্রমিত ১৮৮ জনের মৃত্যু হয়েছে।

শনিবার দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাতে এ খবর জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। শনাক্তের মধ্যে মহারাষ্ট্রে করোনা আক্রান্তের সংখ্যা বেশি।

বিশ্বে করোনায় সবচেয়ে ক্ষতিগ্রস্ত দেশ যুক্তরাষ্ট্র। এরপরে ক্ষতিগ্রস্ত দেশের তালিকায় ব্রাজিলের অবস্থান দ্বিতীয়। ভারত আছে তৃতীয় অবস্থানে। ভারতে করোনায় সংক্রমিত শনাক্ত মোট রোগীর সংখ্যা ১ কোটি ১৫ লাখ ৫৫ হাজার ২৮৪ জন। দেশটিতে করোনায় মারা গেছেন ১ লাখ ৫৯ হাজার ৪০৪ জন।

করোনার সংক্রমণ বাড়তে থাকায় লকডাউন এবং রেস্তোঁরা বন্ধসহ ভারতের কয়েকটি অঞ্চল ইতিমধ্যে নিয়ন্ত্রণমূলক ব্যবস্থা পুনরায় প্রয়োগ করা শুরু হয়েছে।

চিকিৎসকরা মাস্ক পরা এবং সামাজিক দূরত্বের বিষয়গুলোর প্রতি মানুষের অনীহাকে নতুন করে সংক্রমণ বাড়ার কারণ হিসেবে দায়ী করেছেন।

গত ২৪ ঘণ্টায় মহারাষ্ট্রে সবচেয়ে বেশি রোগী শনাক্ত হয়েছে। গত ২৪ ঘণ্টায় মহারাষ্ট্রে করোনায় সংক্রমিত ৩ হাজার নতুন রোগী শনাক্ত হয়েছেন। মহারাষ্ট্রে করোনা আক্রান্তের মোট সংখ্যা ২৫ হাজার ৬৮১ জন।

মহারাষ্ট্র ছাড়াও, ভারতের পাঞ্জাব, কর্ণাটক, গুজরাট এবং মধ্যপ্রদেশে করোনা আক্রান্তের সংখ্যা বৃদ্ধি পেয়েছে।

পশ্চিমবঙ্গেও জানুয়ারির পর প্রথম ২৪ ঘণ্টায় ৩০০র বেশি রোগী শনাক্ত হল। কলকাতার পাশাপাশি উত্তর ২৪ পরগণায় সংক্রমণ পরিস্থিতি উদ্বেগজনক।

এ সম্পর্কিত আরও খবর