পশ্চিমবঙ্গসহ কয়েকটি রাজ্যের নির্বাচনের সময়সূচি ঘোষণা বিকেলে

ভারত, আন্তর্জাতিক

স্পেশাল করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম | 2023-09-01 19:19:21

পশ্চিমবঙ্গে ৭ থেকে ৯ দফায় হতে পারে বিধানসভা ভোট। শুক্রবার (২৬ ফেব্রুয়ারি) বিকালে কেন্দ্রীয় নির্বাচন কমিশন পশ্চিমবঙ্গসহ ৪ রাজ্য এবং ১ কেন্দ্রশাসিত অঞ্চলের ভোটের দিনক্ষণ ঘোষণা করবে।

কলকাতার আনন্দবাজার পত্রিকা জানিয়েছে, কমিশন সূত্রে দাবি করা হচ্ছে, মোট ৭ থেকে ৯ দফায় ভোট ঘোষণা করা হতে পারে।

শুক্রবার সকালে কমিশন সূত্রে জানানো হয়, বিকাল সাড়ে ৪টা নাগাদ সাংবাদিক বৈঠক করে পাঁচ রাজ্যে ভোটের দিন ঘোষণা করবে কমিশন। পশ্চিমবঙ্গ ছাড়াও ভোট হচ্ছে তামিলনাডু, পুদুচেরি, আসাম এবং কেরালা। তার জন্যই ভোটের সময়সূচি ঘোষণা করবে কমিশন।

এ বছর পশ্চিম বাংলায় ২৯৪, আসামে ১২৬, কেরালা ১৪০, তামিলনাড়ুতে ২৩৪ এবং পুদুচেরি ৩০টি আসনে ভোট হবে।

ইতিমধ্যেই কেন্দ্রীয় বাহিনী আসতে শুরু করেছে রাজ্যে। বিভিন্ন ঝুঁকিপূর্ণ এলাকায় তারা রুট মার্চও শুরু করে দিয়েছে।

৭, ৮ বা ৯ দফায় রাজ্যে ভোট হলে তা এক মাসেরও বেশি সময় ধরে হওয়ার সম্ভাবনা। কারণ, সেক্ষেত্রে কেন্দ্রীয় বাহিনী একটি এলাকা থেকে অন্য এলাকায় নিয়ে যেতে উপযুক্ত সময় পাবে। যে পাঁচটি রাজ্যে ভোট ঘোষণা হবে, তার মধ্যে বাংলার বিধানসভা ভোটের দিকে তাকিয়ে আছে গোটা দেশ। কারণ, বিজেপি নেতৃত্ব বাংলাকেই তাদের ‘পাখির চোখ’ করেছেন। তৃণমূলের সঙ্গে তাদের রাজনৈতিক লড়াই উত্তরোত্তর বৃদ্ধি পাচ্ছে।

এ সম্পর্কিত আরও খবর