নাভালনি ইস্যুতে ইউরোপীয় তিন কূটনীতিক বহিষ্কার রাশিয়ার

ইউরোপ, আন্তর্জাতিক

আন্তর্জাতিক ডেস্ক, বার্তা২৪.কম, ঢাকা | 2023-08-22 03:57:37

রাশিয়ার বিরোধীদলীয় নেতা অ্যালেক্সি নাভালনিকে কারাবন্দি করার প্রতিবাদে বিক্ষোভ মিছিলে অংশ নেওয়ায় দেশটিতে অবস্থানরত জার্মানি, সুইডেন ও পোল্যান্ডের কূটনীতিকদের বহিষ্কার করা হয়েছে।

শুক্রবার (৫ ফেব্রুয়ারি) বিবিসি অনলাইনের খবরে বলা হয়েছে, রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে, এই কূটনীতিকরা গত ২৩ জানুয়ারি নাভালনির পক্ষে অনুষ্ঠিত ‘অবৈধ বিক্ষোভে অংশ নিয়েছিল’।

বিক্ষোভে অংশ নেওয়ার বিষয়টি অস্বীকার করে সুইডেন বলেছে, রাশিয়ার পক্ষ থেকে বহিষ্কারের বিষয়টি ‘সম্পূর্ণ ভিত্তিহীন’।

এদিকে, রাশিয়ার এই বহিষ্কারকে নিন্দা জানিয়েছে যুক্তরাজ্য, ফ্রান্স ও ইউরোপীয় ইউনিয়ন।

অ্যালেক্সি নাভালনি রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের কট্টর সমালোচক।

ইইউ-এর পররাষ্ট্র নীতি বিষয়ক প্রধান জোসেপ বোরেল মস্কোয় রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভের সঙ্গে বৈঠক করার কয়েক ঘণ্টা পরেই এই বহিষ্কারাদেশ ঘোষণা করা হয়। ওই বৈঠকেও নাভালনির মুক্তি দাবি করেন জোসেপ বোরেল।

গত ২৩ এবং ৩১ জানুয়ারি রাশিয়া জুড়ে কয়েক হাজার মানুষ নাভালনিকে কারাবন্দি করার প্রতিবাদে বিক্ষোভ মিছিল করে। এসময় কয়েক হাজার বিক্ষোভকারীকে গ্রেফতারও করা হয়।

উল্লেখ্য, নার্ভ গ্যাস প্রয়োগ করে হত্যার চেষ্টা করা হয়েছিল নাভালনিকে। সেই হত্যাচেষ্টায় কোমায় চলে গিয়েছিলেন তিনি। তাকে নিয়ে যাওয়া হয় জার্মানিতে। সেখানে চিকিৎসায় সুস্থ হন তিনি। অবশেষে ১৭ জানুয়ারি দেশে ফেরামাত্র বিমানবন্দরেই তাকে গ্রেফতার করা হয়।

এ সম্পর্কিত আরও খবর