কর্ণাটকে পাথরখনি এলাকায় শক্তিশালী বিস্ফোরণে নিহত ৮

ভারত, আন্তর্জাতিক

আন্তর্জাতিক ডেস্ক, বার্তা২৪.কম | 2023-08-29 09:28:13

ভারতের কর্ণাটকে পাথরখনি এলাকায় শক্তিশালী বিস্ফোরণে অন্তত ৮ জন প্রাণ হারিয়েছেন। এছাড়া আহত হয়েছেন বেশ কয়েকজন।

ভারতীয় গণমাধ্যম এনডিটিভি’র এক প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, গতকাল  বৃহস্পতিবার দিবাগত সময় রাত ১০টা ২০ মিনিটে কর্ণাটকের শিবমোগা এলাকায় শক্তিশালী বিস্ফোরণ ঘটে। বিকট শব্দে আশপাশের এলাকা কেঁপে উঠে। ভয়াবহ বিস্ফোরণে এলাকায় ১৫-২০ কিলোমিটার পর্যন্ত কম্পন অনুভূত হয় বলে এলাকাবাসী জানিয়েছেন।

প্রতিবেদনে আরও উল্লেখ করা হয়েছে, বিস্ফোরণটি ডিনামাইট নাকি অন্য কোনো কিছুর তা এখনও নিশ্চিত হওয়া যায়নি। তবে বিস্ফোরণে ওই পাথরখনি এলাকার একটি রাস্তায় বড় ফাটল দেখা দিয়েছে। ভেঙে পড়েছে অসংখ্য বাড়ির জানালার কাঁচ। কম্পন আতঙ্কে ঘর থেকে বেরিয়ে রাস্তায় চলে আসেন বাসিন্দরা।

ঘটনাস্থল পরিদর্শন করে স্থানীয় প্রশাসন প্রাথমিকভাবে ধারণা করছে, আবালাগিরি গ্রামের হোনাসুদির কোনো পাথরখনিতে বিস্ফোরণটি হতে পারে।

ভারতের অন্য গণমাধ্যমগুলো জানিয়েছে, খনির কাজে ট্রাকে করে বিস্ফোরক নিয়ে যাওয়ার সময় প্রবল বিস্ফোরণ ঘটে থাকতে পারে। এতে ট্রাকটিতে থাকা বেশ কয়েকজন নিহত হয়েছেন। বিস্ফোরণের তীব্রতা এত বেশি ছিল যে নিহতদের কাউকে চিহ্নিত করা যায়নি।

এ সম্পর্কিত আরও খবর