আঙ্গেলা ম্যার্কেলের উত্তরসূরী বেছে নিল সিডিইউ!

ইউরোপ, আন্তর্জাতিক

আন্তর্জাতিক ডেস্ক, বার্তা২৪.কম, ঢাকা | 2023-08-26 01:32:27

জার্মান চ্যান্সেলর আঙ্গেলা ম্যার্কেলের উত্তরসূরী বেছে নিল তার দল ক্রিস্টিয়ান ডেমোক্র্যাটিক ইউনিয়ন (সিডিইউ)।

শনিবার (১৬ জানুয়ারি) এক ভার্চুয়াল সম্মেলনে সিডিইউ তাদের পরবর্তী শীর্ষ নেতা হিসেবে নর্থরাইন ওয়েস্টফেলিয়া রাজ্যের মুখ্যমন্ত্রী আরমিন লাশেটকে বেছে নিয়েছেন। খবর বিবিসি।

জার্মানির আগামী সাধারণ নির্বাচনের আগেই জার্মান চ্যান্সেলর অ্যাঞ্জেলা ম্যার্কেলের দল ক্রিস্টিয়ান ডেমোক্র্যাটিক ইউনিয়ন (সিডিইউ) তাদের নতুন শীর্ষ নেতা বেছে নিল। আরমিন লাশেট দুইজন প্রতিদ্বন্দ্বীকে পরাজিত করে দলটির শীর্ষ নেতা নির্বাচিত হয়েছেন।

দীর্ঘ প্রায় ১৬ বছর ধরে ক্ষমতার শীর্ষে থাকার পর চ্যান্সেলর হিসেবে অবসর নিতে চলেছেন আঙ্গেলা ম্যার্কেল ৷ সেপ্টেম্বরে জার্মান চ্যান্সেলর পদ থেকে পদত্যাগ করার পরে ম্যার্কেলের উত্তরাধিকারের দৌড়ে এখন ভালো অবস্থানে রয়েছেন আরমিন লাশেট।

তবে তিনি করোনা মহামারি কারণে একটি পরিবর্তিত রাজনৈতিক দৃশ্যের মুখোমুখি হবেন।

এ সম্পর্কিত আরও খবর