অক্সফোর্ডের টিকা যুক্তরাজ্য ও ভারতে অনুমোদন পাচ্ছে সোমবার

ইউরোপ, আন্তর্জাতিক

আন্তর্জাতিক ডেস্ক, বার্তা২৪.কম, ঢাকা | 2023-08-29 04:45:42

যুক্তরাজ্য ও ভারতে অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার করোনা ভ্যাকসিন আগামীকাল সোমবার (২৮ ডিসেম্বর) অনুমোদন পেতে যাচ্ছে।

রোববার (২৭ ডিসেম্বর) ডেইলি এক্সপ্রেস এখবর জানিয়েছে। ভ্যাকসিনটি অনুমোদন দিতে পারে যুক্তরাজ্যের ওষুধ নিয়ন্ত্রক সংস্থা মেডিসিন্স অ্যান্ড হেলথকেয়ার প্রোডাক্ট রেগুলেটরি এজেন্সি (এমএইচআরএ)।

অক্সফোর্ডের ভ্যাকসিন সংরক্ষণ ও পরিবহন করা অনেক সহজ। ভ্যাকসিনটি গেম-চেঞ্জার হিসেবে প্রশংসিত হয়েছে কারণ বায়োএনটেক-ফাইজারের ভ্যাকসিনটি মাইনাস ৭০ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় সংরক্ষণ করতে হয়। কিন্তু অক্সফোর্ডের ভ্যাকসিন রুমের সাধারণ তাপমাত্রায় রাখা যায়।

যুক্তরাজ্য সরকার এরই মধ্যে অক্সফোর্ডের ভ্যাকসিনের ১০ কোটিরও বেশি ডোজ অর্ডার করেছে। এরমধ্যে ৪০ লাখ মার্চের শেষে দেশব্যাপী জিপি সার্জারিতে পাওয়া যাবে।

অক্সফোর্ডের ভ্যাকসিনটি আগামীকাল সোমবার (২৮ ডিসেম্বর) অনুমোদন পেলে ৪ জানুয়ারি থেকে টিকাদান কর্মসূচি শুরু হবে।

যুক্তরাজ্যের ফার্মাসিউটিকাল মেডিসিন অনুষদের নীতি ও যোগাযোগের সভাপতি ডা. গিলিজ ও ব্রায়ান টিয়ার বলেছেন, অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার ভ্যাকসিনের অনুমোদন খুব আসন্ন।

যুক্তরাজ্য ইতিমধ্যে ১ লাখ ৪০ হাজারের বেশি মানুষ ফাইজার-বায়োএনটেকের করোনা ভ্যাকসিন নিয়েছেন। এই মাসের শুরুতে নিয়ন্ত্রক সংস্থা জরুরি ব্যবহারের জন্য এই ভ্যাকসিনটি প্রয়োগের অনুমতি দেয়।

এ সম্পর্কিত আরও খবর