অবৈধ অভিবাসীদের আর আশ্রয় দিবে না যুক্তরাজ্য

ইউরোপ, আন্তর্জাতিক

আন্তর্জাতিক ডেস্ক, বার্তা২৪.কম, ঢাকা | 2023-08-26 02:22:26

কোনো অবৈধ অভিবাসীকে আর আশ্রয় দিবে না যুক্তরাজ্য সরকার । ব্রিটিশ দৈনিক দ্য সানডে টাইমসের বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে নৌকায় ইংলিশ চ্যানেল পাড়ি দিয়ে বা অন্য কোনো উপায়ে অবৈধপথে যুক্তরাজ্যে প্রবেশকারী অভিবাসীদের নিরাপদ আশ্রয়ের (অ্যাসাইলাম) নিয়ম বাতিল করছে দেশটি।

রোববার (৪ অক্টোবর) ব্রিটিশ স্বরাষ্ট্রমন্ত্রী প্রীতি প্যাটেল নতুন এই আইন প্রকাশ করবেন। এতে অভিবাসীসের আশ্রয়ের ক্ষেত্রে দ্বিস্তর নীতি চালু করা হবে।

নতুন আইনে যারা বৈধ পথে সত্যিকারেই বিপদগ্রস্ত শুধু তাদের প্রবেশের জন্য অনুমতি দেওয়া হবে। আর যারা অর্থ দিয়ে অবৈধপথে দেশটিতে প্রবেশ করবে তাদের আশ্রয় দেওয়া হবে না।

বর্তমানে দেশটিতে যারাই আশ্রয় চায়, তাদের সবার সঙ্গেই একই আচরণ করা হয়। তারা অবৈধ বা বৈধ যে পথেই প্রবেশ করুক না কেন সবার সঙ্গে একই আচরণ করা হয়। তবে এখন থেকে সবার সঙ্গে একই আচরণ করা হবে না বলে জানিয়েছেন ব্রিটিশ স্বরাষ্ট্রমন্ত্রী।

এ সম্পর্কিত আরও খবর