করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
শুক্রবার (২ অক্টোবর) এক টুইট বার্তায় ট্রাম্প নিজেই এই কথা জানান। এদিকে স্ত্রী মেলানিয়া ট্রাম্পও করোনা পজিটিভ হয়েছেন। বর্তমানে ট্রাম্প দম্পতি হোম কোয়ারেন্টাইনে আছেন বলে জানা গেছে।
এর আগে মিনেসোটা থেকে একটি সভা করে ফেরার সময় ডোনাল্ড ট্রাম্পের শীর্ষ উপদেষ্টা হোপ হিকস অসুস্থ বোধ করেন। পরে তার করোনায় পজিটিভ ধরা পড়ে। এরপর মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প ও তার স্ত্রী মেলানিয়া সঙ্গে সঙ্গে কোয়ারেন্টাইনে চলে যান।
রাষ্ট্রপতি নির্বাচনের ট্রাম্পের সিডিউল এখন ভর্তি। তাই তিনি আদৌ কোয়ারেন্টাইনে যাবেন কিনা সেই নিয়ে প্রশ্ন ছিল। করোনা টেস্টের পর ট্রাম্প টুইট করেন যে তিনি ও ফার্স্ট লেডি এখন করোনা টেস্টের রেজাল্টের অপেক্ষা করছেন। তবে ততক্ষণে তারা কোয়ারেন্টাইন প্রক্রিয়া শুরু করছেন বলে লিখেন ট্রাম্প। আর অবশেষে তারাও করোনা পজিটিভ হলেন।
এদিকে শুক্রবার ট্রাম্পের একটি ফান্ডরেজার আছে ওয়াশিংটনে। তারপর তার নির্বাচনী সভায় অংশ নিতে ফ্লোরিডায় যাওয়ার কথা ছিলো।