আমিরাতে অসহায়দের জন্য বাংলাদেশ বন্ধু ফোরামের খাদ্য সহায়তা

, প্রবাসী

জিয়াউল হক জুমন, আরব আমিরাত থেকে | 2023-08-29 04:08:52

আমিরাতে অসহায়দের জন্য বাংলাদেশ বন্ধু ফোরামের খাদ্য সহায়তা

করোনা পরিস্থিতিতে কর্মহীন হয়ে পড়া অসহায় প্রবাসীদের খাদ্য সহায়তা দিয়েছে সংযুক্ত আরব আমিরাতের বাংলাদেশ বন্ধু ফোরাম।

আমিরাতের আল আইনে ১২০ জন প্রবাসীর মাঝে রমজানের ভোগ্যপণ্য বিতরণ করে সংগঠনটি। বুধবার (২৯ এপ্রিল) সংগঠনের সদস্যরা নিজ দায়িত্বে এসব ভোগ্যপণ্য প্রবাসীদের ঘরে ঘরে পৌঁছে দেন। খাদ্য সহায়তার একেকটি প্যাকেটে পাঁচ কেজি করে চাল, দুই কেজি করে আলু, পেঁয়াজ, ছোলা ও চিনি এবং দুই লিটার করে তেল ছিল।

এমন উদ্যোগ প্রসঙ্গে সংগঠনের সভাপতি এম এ খায়ের নিজামী বলেন, আগে থেকেই আমরা বিভিন্ন সময় অসহায় প্রবাসীদের মানবিক সেবা দিয়ে আসছি। বর্তমান সংকটময় সময়ে অসংখ্য প্রবাসী কষ্টে দিনাতিপাত করছেন। অনেকে কর্মহীন রয়েছেন। এ পরিস্থিতি মোকাবিলায় তারা অনেকটাই অক্ষম। যে কারণে আমরা আমাদের সাধ্য অনুযায়ী তাদের পাশে থাকার চেষ্টা করছি।

এসময় তিনি আমিরাতে পারিচালিত বাংলাদেশি অন্যান্য সংগঠনকেও অসহায় প্রবাসীদের পাশে থাকার অনুরোধ জানান।

এ সম্পর্কিত আরও খবর

right arrow