মহামারি করোনা থেকে সুস্থ হয়ে ঘরে ফেরার সংখ্যা দিন দিন বাড়ছে ইতালিতে। দেশটিতে করোনায় আক্রান্ত ৭১ হাজার ২৫২ ব্যক্তি এখন পর্যন্ত সুস্থ হয়েছেন।
বুধবার (২৯ এপ্রিল) নিয়মিত প্রেস ব্রিফিংয়ে নাগরিক সুরক্ষা সংস্থার প্রধান অ্যাঞ্জেলো বোরেল্লি জানান, করোনায় ২৪ ঘণ্টায় ৩২৩ জনের মৃত্যু হয়েছে। একই দিনে নতুন আক্রান্তের সংখ্যা ২ হাজার ৮৬জন। একই সময়ে সুস্থ হয়ে ঘরে ফিরেছেন ২ হাজার ৩১১ জন।
তিনি জানান, ইতালিতে মোট করোনা আক্রান্তের সংখ্যা দুই লাখ ৩ হাজার ৫১ জন। এর মধ্যে প্রাণ হারিয়েছেন ২৭ হাজার ৬৮২ জন। আর সুস্থ হয়ে ঘরে ফিরেছেন ৭১ হাজার ২৫২ জন।
ইতালিতে করোনায় আক্রান্তের সংখ্যা কমতে শুরু করেছে। করোনা ঠেকাতে সরকার সব ধরনের চেষ্টা চালিয়ে যাচ্ছে বলে জানান তিনি।
এদিকে মহামারী করোনা ভাইরাসের আক্রান্তের সংখ্যা ইতালিতে দুই লাখ ছাড়াল। গত এক দিনে আক্রান্ত হয়েছেন আরও ২ হাজার ৮৬ জন। এ নিয়ে দেশটিতে করোনায় মোট আক্রান্তের সংখ্যা দুই লাখ ৩ হাজার ৫৯১ জন।
তবে ইতালির বিভিন্ন এলাকায় খুলতে শুরু করেছে দোকানপাট। বই, স্টেশনারি, বাচ্চাদের জামা কাপড়ের দোকান খুলছে। এছাড়া কম্পিউটার ও কাগজপত্র তৈরির কাজ শুরুর অনুমতি দেওয়া হয়েছে।
আগামী ৪ মে লকডাউন শিথিল করে দেওয়া হতে পারে বলে জানিয়েছে দেশটির সরকার।