মানুষের মধ্যে সাপ সম্পর্কে সহজাতই একটি ভয় রয়েছে। সেটা হোক বিষধর কিংবা বিষহীন। ভয় অবধারিত! তবে অনেককেই আবার এই ভয়কে জয় করে সাপের সঙ্গেই সখ্যতা গড়ে তুলতে দেখা যায়। তেমনই একটি ভিডিও সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যম ইন্সটাগ্রামের কল্যাণে ভাইরাল হয়েছে।
প্রকাশিত ওই ভিডিওতে দেখা যায়, এক ব্যক্তি বিশাল আকৃতির এক অজগরের পাশে শুয়ে বই পড়ছেন। তার পায়ের কাছেই শান্তভাবে বসে আছে একটি কুকুর।
ভিডিওটি দেখে ইন্সটাগ্রাম ব্যবহারকারীরা বেশ অবাক হয়েছেন। ভিডিওটি রাতারাতি ভাইরাল হয়ে যায়। শেয়ারের পর থেকে ভিডিওটি দেখেছেন চার মিলিয়নের (৪০ লাখ) বেশি মানুষ। মন্তব্যের ঘরে অনেকেই নিজেদের ভয় এবং নিছক বিভ্রান্তি প্রকাশ করেছেন।
যদিও কেউ কেউ এমন একটি বিপজ্জনক প্রজাতির সাপের চারপাশে তার স্বাচ্ছন্দ্য এবং সংযম দেখে মুগ্ধ হয়েছিল। অনেকেই আবার এতো বড় আকৃতির সাপকে পোষা প্রাণী হিসেবে রাখার সম্ভাব্য ঝুঁকি সম্পর্কে উদ্বেগ প্রকাশ করেছিল। কেউ কেউ কুকুর নিয়েও উদ্বেগ প্রকাশ করেছেন।
একজন ব্যবহারকারী লিখেছেন, "এটি আকর্ষণীয় কিন্তু ভয়ঙ্করও। এটা কি নিরাপদ?"
অন্য একজন মন্তব্য করেছেন, "এই লোকটি সত্যিকারের নির্ভীক, মাইক হোলস্টন সবসময় আমাকে তার ভিডিও দিয়ে নির্বাক করে রাখে।"
তৃতীয় একজন লিখেছেন, "কিভাবে ওই জিনিস (অজগরটি) কুকুর খেতে চায় না?"
উল্লেখ্য, ইনস্টাগ্রামে এই ভিডিওটি শেয়ার করেছেন মাইক হোলস্টন নামে এক ব্যক্তি। তিনি সামাজিক মাধ্যমে "দ্য রিয়েল টারজান" নামেও পরিচিত। ইন্সটাগ্রামে তার ফলোয়ারের সংখ্যা ১২ মিলিয়নেরও বেশি।
এর আগেও অবশ্য তিনি সাপকে সঙ্গী করে ভিডিও প্রকাশ করেছেন। গত বছর, তিনি একটি ভিডিও শেয়ার করেছিলেন যেখানে বিশ্বের সবচেয়ে বিষাক্ত সাপ, কিং কোবরার মাথায় তাকে চুম্বন করতে দেখা যায়।
সূত্র: এনডিটিভি