মণ্ডপে মণ্ডপে বিষাদের সুর, রঙিন মুখে মাকে বিদায়

, ফিচার

নিউজ ডেস্ক, বার্তা২৪.কম | 2024-10-13 20:43:06

সনাতন ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব দুর্গাপূজার দশমী ছিল আজ রোববার (১৩ অক্টোবর)। রাজধানীর ঢাকেশ্বরী মন্দিরে আইনশৃঙ্খলা বাহিনীর কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে মহাষষ্ঠী থেকে শুরু করে সিঁদুর খেলায় দুর্গার বিদায় জানাচ্ছেন ভক্তরা। পুণ্যার্থীদের পূজা-অর্চনায় মুখর ছিল মণ্ডপ। ছবিগুলো বিকেলে তুলেছেন বার্তা২৪.কমের ফটোগ্রাফার নূর-এ-আলম। বার্তা২৪.কমের পাঠকদের জন্য ছবিগুলো তুলে ধরা হলো-

পুণ্যার্থীদের পূজা-অর্চনায় মুখর ছিল মণ্ডপ। ছবি: বার্তা২৪.কম/নূর-এ-আলম
রাজধানীর ঢাকেশ্বরী মন্দিরে সিঁদুর খেলায় মেতেছেন দুই নারী। ছবি: বার্তা২৪.কম/নূর-এ-আলম
আসছে বছর আবার হবে দুর্গাপূজা। ছবি: বার্তা২৪.কম/নূর-এ-আলম
ঢাকের তালে ভক্তদের দুর্গাপূজা উদযাপন। ছবি: বার্তা২৪.কম/নূর-এ-আলম
ঢাকেশ্বরীতে ছিল ভক্তদের ভিড়। ছবি: বার্তা২৪.কম/নূর-এ-আলম
বিদায়বেলায় ভক্তদের উদযাপন। ছবি: বার্তা২৪.কম/নূর-এ-আলম
মা-মেয়ে মেতেছে সিঁদুর খেলায়। ছবি: বার্তা২৪.কম/নূর-এ-আলম
বিজয়া দশমীতে বাহারি রঙয়ের শাড়িতে সেজেছেন নারীরা। ছবি: বার্তা২৪.কম/নূর-এ-আলম
দুর্গাপূজায় উৎসবের ক্যানভাস। ছবি: বার্তা২৪.কম/নূর-এ-আলম
এবারের মতো দুর্গাপূজায় মোমবাতিতে আলো জ্বালাচ্ছেন এক ভক্ত। ছবি: বার্তা২৪.কম/নূর-এ-আলম

এ সম্পর্কিত আরও খবর