দাতব্য সংস্থাকে ৫১ ডলার অনুদান দিয়ে ১২ বছরের জেল

, ফিচার

ফিচার ডেস্ক, বার্তা২৪.কম | 2024-08-15 16:43:41

ইউক্রেন সমর্থক একটি দাতব্য সংস্থাকে ৫১ ডলার (৩৮ পাউন্ড) অনুদান দেওয়ায় এক সৌখিন নারী ব্যালে ডান্সারকে ১২ বছরের সাজা দিয়েছে রাশিয়ার একটি আদালত।

ওই ব্যালে ডান্সারের নাম কেসিনিয়া ক্যারেলিনা। তার বয়স ৩২ বছর। তিনি একইসঙ্গে রাশিয়া এবং মার্কিন যুক্তরাষ্ট্রের দ্বৈত নাগরিক।

বৃহস্পতিবার (১৫ আগস্ট) বিবিসি জানায়, এক সপ্তাহ আগে রাশিয়ার ইয়েকেটারিবার্গের একটি আদালত রুদ্ধদ্বার বিচারে কেসেনিয়াকে ১২ বছরের সাজা ঘোষণা করে।

খবরে বলা হয়, কেসেনিয়া ২০২১ সাল থেকে মার্কিন যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলসে বাস করে আসছেন। এ বছরের জানুয়ারি মাসে তিনি তার পরিবারের সদস্যদের সঙ্গে নিজ এলাকায় বেড়াতে আসেন। এরপরই তাকে গ্রেফতার করা হয়।

কেসেনিয়ার বিরুদ্ধে অভিযোগ, তিনি ইউক্রেন সমর্থক একটি দাতব্য সংস্থাকে ৫১ ডলার (৩৯ পাউন্ড) অনুদান দিয়েছিলেন।

রাষ্ট্রের বাদীপক্ষের আইনজীবীরা আদালতের কাছে কেসেনিয়ার বিরুদ্ধে ১৫ বছরের সাজা দেওয়ার অনুরোধ জানান। বিচারের শুনানি শেষে আদালত তাকে ১২ বছরের সাজার রায় ঘোষণা করে।

এ সম্পর্কিত আরও খবর