বুধবার দেশে ফিরছেন এন্ড্রু কিশোর

সুরতাল, বিনোদন

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, ঢাকা | 2023-08-10 07:45:34

সিঙ্গাপুরে চিকিৎসাধীন দেশের জনপ্রিয় সংগীত শিল্পী এন্ড্রু কিশোর বুধবার (১৩ মে) সিঙ্গাপুর এয়ারলাইন্সের একটি বিশেষ ফ্লাইটে দেশ ফিরছেন প্রায় ৮ মাস পর। বার্তা২৪.কমকে এই তথ্য নিশ্চিত করেছে এন্ড্রু কিশোরের একটি পারিবারিক সূত্র।

পারিবারিক সেই সূত্রের দাবি, ১৩ বা ১৪ মে একটি বিশেষ ফ্লাইটে দেশ ফিরার কথা আছে এন্ড্রু কিশোরের। তবে সব ঠিক থাকলে আগামীকাল ফেরার সম্ভবনা বেশি। 

গেল বছরের সেপ্টেম্বর মাস থেকে ক্যান্সারে (নন-হজকিন লিম্ফোমা) আক্রান্ত হয়ে সিঙ্গাপুরে চিকিৎসাধীন আছেন এন্ড্রু কিশোর। দীর্ঘদিন চিকিৎসার গ্রহণের পর বেশ ভালো আছেন এই সংগীত শিল্পী।

এন্ড্রু কিশোরকে বলা হয় ‘প্লেব্যাক সম্রাট’। ১৯৭৭ সালে মেইল ট্রেন চলচ্চিত্রের ‘অচিনপুরের রাজকুমারী নেই যে তাঁর কেউ’ গানের মাধ্যমে তাঁর প্লেব্যাক যাত্রা শুরু। যদিও ১৯৭৯ সালে মুক্তি পাওয়া প্রতীজ্ঞা সিনেমার ‘এক চোর যায় চলে’ গানের মাধ্যমে প্রথম জনপ্রিয়তা লাভ করেন এন্ড্রু কিশোর। এরপর আর পিছনে ফিরে তাকাতে হয়নি তাঁকে। বাংলা চলচ্চিত্রে ইতিহাস সৃষ্টি করেছে প্লেব্যাক করে। পেয়েছেন ৮বার জাতীয় চলচ্চিত্র পুরস্কার।

এ সম্পর্কিত আরও খবর