‘ফিডব্যাক’র স্মরণীয় এক রাত

সুরতাল, বিনোদন

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম | 2023-08-28 11:07:19

সংগীত জীবনে পথচলার ৪০ বছর পার করলো জনপ্রিয় ব্যান্ডদল ‘ফিডব্যাক’। এ উপলক্ষে মঙ্গলবার (৩০ এপ্রিল) সন্ধ্যা ৬টায় আয়োজন করা হয়েছিলো এক জমকালো কনসার্টের। যেখানে ‘ভিনটেজ’ শিরোনাম অংশে পারফর্ম করে ফিডব্যাকের প্রথম লাইনআপ নিয়ে। এসময় মঞ্চে আসেন ফুয়াদ নাসের বাবু, মাকসুদ, রোমেল খান, সেলিম হায়দার, মন্টু।

ছবি: সুমন শেখ/ বার্তা২৪.কম

 

‘ফিডব্যাক’-এর প্রথম রেকর্ড করা গান ‘একদিন সেইদিন’ দিয়ে শুরু হয় এই আয়োজন। এরপর মঞ্চে উঠে ব্যান্ডদল ‘ওয়ারফেইজ’। ‘মৌসুমী’ সিরিজের দুটি গান তারা পরিবেশন করে।

ছবি: সুমন শেখ/ বার্তা২৪.কম

 

‘মাইলস’ পারফর্ম করে ‘টেলিফোনে ফিসফিস’ এবং ‘জন্মেছি এই বাংলাদেশে’ গানটির মধ্য দিয়ে শ্রোতাদের মুগ্ধ করে ব্যান্ডদল ‘আর্টসেল’।

ছবি: সুমন শেখ/ বার্তা২৪.কম

 

এই তিন ব্যান্ডের পারফর্ম শেষে মঞ্চে আবারো উঠে ‘ফিডব্যাক’। তারা জনপ্রিয় গানগুলো পরিবেশন করেন।

ছবি: সুমন শেখ/ বার্তা২৪.কম

 

আয়োজনের শেষ সময় ‘ফিডব্যাক’-এর গানে পারফর্ম করে 'দলছুট'।অনুষ্ঠানটি উপস্থাপনা করেন জনপ্রিয় সংগীতশিল্পী এলিটা করিম।

এ সম্পর্কিত আরও খবর