ডিক্যাপ্রিও-পিটের ‘ওয়ান্স আপন অ্যা টাইম ইন হলিউড’

হলিউড, বিনোদন

বিনোদন ডেস্ক | 2023-09-01 14:37:29

পোস্টার দেখিয়ে চমক দেওয়ার পর এবার প্রকাশ করা হলো ‘ওয়ান্স আপন অ্যা টাইম ইন হলিউড’-এর টিজার। বুধবার (২০ মার্চ) সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে ছবিটির টিজার প্রকাশ করেছেন অভিনেতা লিওনার্দো ডিক্যাপ্রিও।

১ মিনিট ৪৬ সেকেন্ডের টিজারে ষাটের দশকের হলিউডের দৃশ্যই দেখিয়েছেন নির্মাতা কোয়ান্টিন টারান্টিনো। এই ছবির মধ্য দিয়ে চার বছর পর রূপালি পর্দায় কামব্যাক করেছেন ডিক্যাপ্রিও। সবশেষ ২০১৫ সালে মুক্তিপ্রাপ্ত ‘রেভেনেন্ট’-এ দেখা গেছে হলিউডের এই অভিনেতাকে।

‘ওয়ান্স আপন অ্যা টাইম ইন হলিউড’ ডিক্যাপ্রিওর পাশাপাশি দেখা যাবে হলিউডের আরেক সুপারস্টার ব্র্যাড পিটকে। এবারই প্রথম একসঙ্গে কাজ করলেন তারা।

‘ওয়ান্স আপন অ্যা টাইম ইন হলিউড’-এর গল্পটা ষাটের দশকের শেষের দিকের। সেসময় নবীন অভিনেতা রিক ডাল্টন ও তার বন্ধু ক্লিফ বুথ বুকভরা স্বপ্ন নিয়ে অজানা হলিউডে ঠাই খুঁজে বেড়াচ্ছিলেন। তাদেরই প্রতিবেশি ছিলেন সে সময়ের গ্ল্যামারাস, আমেরিকান অভিনেত্রী শ্যারন টাটে। এই শ্যারন টাটেই ১৯৬৯ সালের শেষ দিকে নির্মমভাবে খুন হয় ম্যানসন পরিবার কতৃ্র্ক, যা ‘ম্যানসন পরিবার কেলেঙ্কারি’ নামে পরিচিত।

এই হত্যাকাণ্ডের প্রধান খুনি ছিলেন ট্যেক্স ওয়াটসন। তার সাথে আরও ছিল সুজান অ্যাটকিন্স, লিন্ডা কাসাবিয়ান, প্যাটরিকা ক্যারেন উইনসন।

চার্লস ম্যানসন ছিলেন একজন উদীয়মান সঙ্গীতশিল্পী। সঙ্গীত পরিচালক টেরি মেলচারের সাথে চার্লসের একটি অ্যালবাম বের হওয়ার কথা ছিল। কিন্তু টেরি মেলচার কোন এক কারণে চার্লস ম্যানসনকে বাজেভাবে তিরস্কার করেন। অপমানবোধ থেকেই চার্লস প্রতিশোধ নেয়ার জন্য সিদ্ধান্ত নেয়। সেখান থেকেই এই খুনের পরিকল্পনা।

হ্যাঁ, প্রশ্ন আসতেই পারে, টেরি মেলচারের উপর প্রতিশোধ নিতে গিয়ে শ্যারন টাটেকে খুন করা কেন? বলা যায় শ্যারন টাটে আসলে বলীর পাঁঠা হয়েছিলো সেদিন। চার্লস ম্যানসন খুনিদেরকে যে ঠিকানা দিয়েছিলেন, সেটি টেরি মেলচারের বসতবাড়িরই ছিল কিন্তু এ ঘটনার কয়েকদিন আগে সে বাড়িটি টেরির কাছ থেকে কিনে নেয় রোমান পোলাস্কি এবং শ্যারেন টাটের দম্পতি।

ঘটনার দিন বাসায় শ্যারেন টাটের সাথে আরও ছিলেন ডিজাইনার জেই সেবরিঙ, চিত্রনাট্য লেখক ওহজেকি ফ্রিকোয়োস্কি এবং তার প্রেমিকা আবিগেল ফোলজার। তাদেরকেও সেদিন টাটের সাথে বলীর পাঁঠা হতে হয়।

কোয়ান্টিন টারান্টিনোর পাল্প ফিকশন ‘ওয়ান্স আপন অ্যা টাইম ইন হলিউড’-এ ডিক্যাপ্রিও-পিটের পাশাপাশি আরও অভিনয় করেছেন, মার্গট রবি, আল পাচিনো, ব্রুস ডের্ন, ডামিয়ান লেউইস, টিম রথ, মাইকেল মেডসেন প্রমুখ। আগামী জুলাইতে মুক্তি পাবে ছবিটি।

এ সম্পর্কিত আরও খবর