হলিউডের ছবিতে একসঙ্গে জন সিনা ও রণদীপ হুদা

, বিনোদন

বিনোদন ডেস্ক, বার্তা২৪.কম | 2025-01-24 20:00:39

বলিউডের মেথড অ্যাাক্টর রণদীপ হুদা হলিউডে পা দিয়েছেন বেশ অনেকদিন হলো। ২০২০ সালে প্রকাশিত ‘এক্সট্র্যাকশন’ সিনেমা করোনা মহামারির মধ্যেও সারাবিশ্বে ব্যাপক জনপ্রিয়তা পায়। সেই সিনেমার এক গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করে সাড়া ফেলেন রণদীপ হুদা। ‘এক্সট্র্যাকশন’-এর পরিচালক ছিলেন স্যাম হারগ্রেভ। দীর্ঘ ৫ বছর পর আবারও পরিচালক হারগ্রেভের সঙ্গে কাজের সুযোগ পেয়েছেন রণদীপ।

পরিচালক স্যাম হারগ্রেভের সঙ্গে ‘ম্যাচবক্স’ সিনেমায় কাজ করবেন রণদীপ। হলিউড তারকা জন সিনা ইতোমধ্যেই এই সিনেমার সঙ্গে যুক্ত হয়েছেন। মার্ভেলের সুপারহিরো ফোটন চরিত্রের জন্য সম্প্রতি জনপ্রিয় তারকা তেয়োনা প্যারিসও থাকবেন এই সিনেমায়। এছাড়া জেসিকা বিয়েল, স্যাম রিচার্ডসনের মতো তারকারাও অভিনয় করবেন।

এই সিনেমায় কাজ করা নিয়ে নিজের বক্তব্য প্রকাশ করেছেন রণদীপ। ৪৮ বছর বয়েসি এই তারকা বলেন,‘ স্যামের সাথে আবার কাজ করতে পেরে আমি খুবই উচ্ছ্বসিত। এক্সট্র্যাকশনে আমাদের প্রথম কাজ করার সময় স্যামের সহযোগিতা পেয়েছি। একসঙ্গে আমরা দুর্দান্ত সময় কাটিয়েছি। স্যাম গল্প বলার ধরন এবং অ্যাকশনে মাস্টার। বুদাপেস্টে চলমান শ্যুটিংয়ে যোগ দিয়ে আনন্দ লাগছে।’  

‘এক্সট্র্যাকশন’ সিনেমায় ক্রিস হেমসওয়ার্থের সঙ্গে রণদীপ হুদা

‘ম্যাচবক্স‘ সিনেমায় কিছু বাল্যকালের বন্ধুদের গল্প বলা হয়েছে। ছোটবেলার বন্ধুরা বড় হওয়ার পর আবার একত্রিত হয়। অ্যাকশনধর্মী এই সিনেমায় এই বন্ধুর দলই বিশ্বব্যাপী ঘটতে যাওয়া কোনো বড় সমস্যার মোকাবিলা করবে। একই সঙ্গে তাদের বন্ধুত্ব খুঁজে পাবে নতুন মাত্রা। একইসঙ্গে ঘটমান এই ঘটনাগুলো সিনেমার গল্পকে রোমাঞ্চকর করে ‍তুলবে।

রুশো ব্রাদার্সের মতো বিখ্যাত হলিউড ব্যক্তিত্বের সঙ্গে কাজ করেছেন রণদীপ হুদা। ক্রিস হেমসওয়ার্থের মতো গ্লোবাল স্টারের সঙ্গে স্ক্রিনশেয়ার করেছেন। আরও একবার হলিউডের নামকরা তারকা এবং পরিচালকদের সঙ্গে কাজ করতে যাচ্ছেন রণদীপ। বলিউডে একরকম আন্ডাররেটেড তারকা রণদীপ অভিনয় প্রতিভার জন্য প্রশংসিত হচ্ছেন বিশ্বব্যাপী।  

তথ্যসূত্র: হিন্দুস্তান টাইমস

এ সম্পর্কিত আরও খবর