চেক জালিয়াতির মামলায় দোষী সাব্যস্ত হয়েছেন পরিচালক রামগোপাল ভার্মা। গত মঙ্গলবার চেক জালিয়াতির মামলায় মুম্বাইয়ের আন্ধেরির ম্যাজিস্ট্রেট আদালত ‘সত্য’ পরিচালককে তিন মাসের কারাদণ্ডের নির্দেশ দিয়েছেন। শুধু তা–ই নয়, এই মামলায় জামিনও পাবেন না রামগোপাল। কারণ, আদালত পরিচালকের বিরুদ্ধে জামিন অযোগ্য পরোয়ানা জারি করেছে। তবে কি এবার সত্যিই জেলে যেতে হবে পরিচালককে? খবর এনডিটিভির
জেল থেকে বাঁচার একটি উপায় অবশ্য আছে। চেক বাউন্স মামলায় আগামী ৩ মাসের মধ্যে অভিযোগকারীকে ৩ লাখ ৭০ রুপি দেওয়ার নির্দেশ দিয়েছে আদালত। পরিচালক এই টাকা দিতে ব্যর্থ হলে তাঁকে তিন মাসের জেল খাটতে হবে বলে জানিয়েছেন আদালত।
গত ২১ জানুয়ারি মঙ্গলবার পরিচালককে আদালতে শুনানির জন্য ডাকা হয়েছিল। তবে তিনি সেদিন আদালতে হাজির হননি। আর তাই আদালত অবমাননার জন্য পরিচালককে পরিচালকে ১৩৮ ধারায় অভিযুক্ত করা হয়েছে।
প্রসঙ্গত রামগোপালের বিরুদ্ধে এ মামলাটি ২০১৮ সালের। সেসময় ছবি তৈরির জন্য মহেশচন্দ্র মিশ্র ‘শ্রী’ নামক একটা সংস্থা তৈরি করেন। যেটি কিনা রামগোপাল ভার্মার কোম্পানির ‘ভার্মা করপোরেশন কোম্পানি’র সঙ্গে জুড়ে ছিল। সে সময় মহেশচন্দ্র মিশ্র নামে ওই ব্যক্তি পরিচালকের বিরুদ্ধে চেক জালিয়াতির অভিযোগ আনেন।
জানা গিয়েছিল, পরিচালক আর্থিক সমস্যার মধ্যে দিয়ে যাচ্ছেন। যে কারণে তিনি সাম্প্রতিক সময়ে কোনো ছবিও তৈরি করেননি। তার আগের ছবিগুলোর বক্স অফিসে বিশেষ ব্যবসা করতে পারেনি। যে কারণে নিজের অফিসও বিক্রি করে দিতে হয় রামগোপালকে।
এ মামলাটি একাধিকবার স্থগিত হয়েছে। আদালতের নির্দেশ সত্ত্বেও পরিচালক বারবার শুনানির দিন উপস্থিত হননি। এদিকে এই মামলাতেই ২০২২ সালের জুন মাসে ৫ হাজার রুপির বিনিময়ে জামিন পেয়েছিলেন পরিচালক। তবে এবার তাঁর বিরুদ্ধে জামিন অযোগ্য ধারায় পরোয়ানা জারি হয়েছে। এদিকে সাজা ঘোষণার পরের দিনই নতুন ছবি ‘সিন্ডিকেট’-এর কথা ঘোষণা করেছেন পরিচালক।