গতকাল থেকে সোশ্যাল মিডিয়ায় কিছু স্ক্রিনশট ঘুরছে। দেখে মনে হচ্ছে সেগুলো ছোটপর্দার পরিচিত নির্মাতা মাবরুর রশীদ বান্নাহ ও এক অপরিচিত তরুণীর হোয়াটস অ্যাপ চ্যাটিং-এর স্ক্রিনশট। কারণ যে ফোন নম্বর থেকে চ্যাটিং হয়েছে বলে বোঝানো হচ্ছে সেটির সঙ্গে বান্নাহর ফোন নম্বর মিলে যায়।
স্ক্রিনশটগুলো ভাইরাল হওয়ার দুটো কারণ রয়েছে। প্রথমত, তাতে যে কথোপকথন দেখা যাচ্ছে তা অত্যন্ত আপত্তিকর ও কুরূচিপূর্ণ। দ্বিতীয়ত, বান্নাহর মতো পরিচিত নির্মাতার নম্বর থেকে সেই তরুণীর কাছে আপত্তিকর টেক্সট ও কুপ্রস্তাব গিয়েছে বলে দেখানো হয়েছে।
মোটাদাগে বলতে গেলে, মেয়েটিকে যৌন সঙ্গমের জন্য উস্কানো হয়েছে। আর মেয়েটি বরাবরই তা এড়িয়ে যেতে চেয়েছে এবং নোংরা টেক্সটের প্রতিবাদ করেছে। আর সেই প্রতিবাদ দেখে অপরপক্ষ ক্ষিপ্ত হয়ে মেয়েটির চরিত্র নিয়ে প্রশ্ন তুলেছে।
এ বিষয়ে জানার জন্য মাবরুর রশীদ বান্নাহর সঙ্গে বার্তা২৪.কমের পক্ষ থেকে একাধিকবার যোগাযোগ করার চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি।
প্রসঙ্গত, সম্প্রতি একটি টক শোতে হাজির হন ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী শবনম ফারিয়া এবং নির্মাতা আবরার আতাহার। সেই টক শোর অধিকাংশ কথাবর্তাই ছিলো শোবিজে পরিচালকদের দ্বারা অভিনেত্রী কিংবা অভিনয় করতে ইচ্ছুক তরুণীদের যৌন হেনস্তার কথা। উপস্থাপক বার বার উল্লেখ করেছিলেন যে, তিনি এমন একাধিক নির্মাতার স্ক্রিনশট দেখেছেন যাতে উঠতি অভিনেত্রীদের যৌন প্রস্তাব দেওয়া হয়েছে। ওই উপস্থাপক এও উল্লেখ করেন, সেই নির্মাতারা দেশের খুব পরিচিত এবং যাদের কাজ সবাই ভালোবাসে। তাদের এমন চরিত্র দেখে সম্মানবোধই নষ্ট হয়ে গেছে।
এরইমধ্যে নির্মাতা বান্নাহর ফোন নম্বর সম্বোলিত এমন নোংরা চ্যাটের স্ক্রিনশট ফাঁস হওয়ায় অনেক নেটিজেন দুইয়ে দুইয়ে চার মেলাচ্ছেন যে, বান্নাহও কি তাহলে সেই নির্মাতাদের একজন? আসল সত্য কি তা হয়তো সময়ই বলে দেবে।