অস্কার থেকে ছিটকে গেল ‘বলী’, ‘লাপাতা লেডিস’ ও ইমন

বলিউড, বিনোদন

বিনোদন ডেস্ক, বার্তা২৪.কম | 2024-12-18 15:06:27

অস্কারের সংক্ষিপ্ত তালিকায় জায়গা পেলো না প্রতিবেশী দুই রাষ্ট্র বাংলাদেশ ও ভারত। ৯৭তম অ্যাকাডেমি অ্যাওয়ার্ডসের আন্তর্জাতিক পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র বিভাগের জন্য বাংলাদেশ থেকে ‘বলী’ ও ভারত থেকে আমির খান প্রযোজিত ‘লাপাতা লেডিস’ পাঠানো হয়েছিল। কিন্তু সংক্ষিপ্ত তালিকায় জায়গা পেতে ব্যর্থ হয়েছে ছবি দুটি।

৭৭তম কান চলচ্চিত্র উৎসবের দ্বিতীয় সর্বোচ্চ সম্মান গ্রাঁ প্রিঁ জয় করেছিলো ভারতের ছবি ‘অল উই ইমাজিন অ্যাজ লাইট’। পায়েল কাপাডিয়ার সেই ছবিটি বাদ দিয়ে কিরণ রাও পরিচালিত ‘লাপাতা লেডিস’ পাঠায় ভারত। কিন্তু তাদের সিদ্ধান্ত যে ভুল সেটি প্রমাণ হয়ে গেলো।

 ‘অল উই ইমাজিন অ্যাজ লাইট’ সিনেমার পোস্টার

অন্যদিকে, কয়েকদিন আগে গোল্ডেন গ্লোব অ্যাওয়ার্ডসের সেরা অ-ইংরেজি ভাষার চলচ্চিত্র বিভাগে মনোনয়ন পেয়েছে ‘অল উই ইমাজিন অ্যাজ লাইট’। যদিও আমির খান এবং কিরণ রাও অস্কারকে সামনে রেখে বেশ কিছুদিন আমেরিকায় নিজেদের ছবির প্রচারণা চালিয়েছেন। চলতি মাসের শুরুতে অস্কারজয়ী পরিচালক আলফনসো কোয়ারন বাফটা অ্যাওয়ার্ডসের প্রচারণা হিসেবে ‘লাপাতা লেডিস’-এর একটি প্রদর্শনী সঞ্চালনা করেন। গ্রামীণ ভারতের নারীদের কেন্দ্র করে ছবিটির গল্প লিখেছেন বাঙালি লেখক-নির্মাতা বিপ্লব গোস্বামী।

কিরণ রাও পরিচালিত ও আমির খান প্রযোজিত ‘লাপাতা লেডিস’ নিয়ে অস্কার জয়ের স্বপ্ন দেখেছিলেন ভারতীয় সিনেপ্রেমীরা। সেই স্বপ্ন অধারাই রয়ে গেল।

ইমন চক্রবর্তী

এমনকি কলকাতার ‘পুতুল’ ছবির জন্য গাওয়া ইমন চক্রবর্তীর ‘ইতি মা’ গানটিও নির্বাচিত হয়নি এই সংক্ষিপ্ত তালিকায়। তবে এই হতাশার মধ্যে আশা জোগাচ্ছে আরেকটি হিন্দি ভাষার সিনেমা ‘সন্তোষ’। যদিও এই সিনেমাটির নাম জমা পড়েছে ইংল্যান্ড থেকে। এটি পরিচালনা করেছেন প্রবাসী সন্ধ্যা সুরি।

এছাড়া লাইফ-অ্যাকশন শর্ট ফিল্ম বিভাগে নাম রয়েছে ভারতীয় সিনেমা ‘অনুজা’র। গতকাল (১৭ ডিসেম্বর) অ্যাকাডেমি অফ মোশন পিকচার আর্টস অ্যান্ড সায়েন্সের পক্ষ থেকে প্রকাশিত তালিকায় নাম রয়েছে ভারতীয় ‘অনুজা’র। সিনেমাটি প্রযোজনা করেছেন গুণীত মঙ্গা কাপুর। অভিনয় করেছেন নাগেশ ভোঁসলের মতো অভিনেতা।

‘লাপাতা লেডিস’ সিনেমার পোস্টার

এ বিষয়ে অস্কার অ্যাকাডেমির সদস্য উজ্জ্বল নির্গুদকর বলেন, ‘সুচিত্রা মাতাইয়ের লাইভ-অ্যাকশন শর্ট ফিল্ম অনুজাকে এই বিভাগে ১৮০টি শর্ট ফিল্মের মধ্যে নির্বাচিত হতে দেখে আমি খুশি। গুনীত মঙ্গা এই সিনেমার একজন নির্বাহী প্রযোজক। সিনেমার স্টার কাস্টে অনেক ভারতীয় নাম রয়েছে, আর সেটাই প্রমাণ করে যে ভারতীয় প্রতিভারা বিশ্বব্যাপী স্বীকৃত।’

এ সম্পর্কিত আরও খবর