জন্মদিনে শাবনূরকে যেভাবে তুলনা করলেন পূর্ণিমা

ঢালিউড, বিনোদন

বিনোদন ডেস্ক, বার্তা২৪.কম | 2024-12-18 12:41:38

অনেকের মনে ধারণা, ঢালিউডে রাজত্ব নিয়ে দ্বন্দ্বে জড়িয়ে পড়েন জনপ্রিয় দুই নায়িকা শাবনূর ও পূর্ণিমা। কিন্তু আদতে কি তাই? সেই সত্যই আরও একবার প্রকাশ পেলো গতকাল শাবনূরের জন্মদিনে। 

সামাজিক যোগাযোগ মাধ্যমে পূর্ণিমা লিখেছেন, ‘শুভ জন্মদিন বাংলাদেশের সেরা অভিনেত্রী। আপনার অবিশ্বাস্য প্রতিভা, অভিনয়ের প্রতি নিমগ্নতা এবং অনুপ্রেরণাদায়ক কর্মক্ষমতা লক্ষ লক্ষ মানুষের জন্য আনন্দ ও গর্ব বয়ে নিয়ে আসছে। সুখী থাকুন এবং উজ্জ্বল থাকুন।’

শাবনূরের অষ্টেলিয়ার বাড়িতে পূর্ণিমা বেড়াতে গিয়েছিলেন

শাবনূর আর পূর্ণিমা ঢাকাই চলচ্চিত্রে একই সময়ে দাপিয়ে বেড়িয়েছেন। দুজনের ঝুলিতেই আছে অসংখ্য জনপ্রিয় সিনেমা। বর্ণাঢ্য অভিনয় জীবনে দুজনেই অসংখ্য হিট সিনেমা উপহার দিয়েছেন দুজন। তৈরি করেছেন অসংখ্য ভক্ত।

গেল বছর স্বামী ও কন্যাকে সঙ্গে নিয়ে অষ্টেলিয়া সফরে গিয়েছিলেন পূর্ণিমা। সামাজিক যোগাযোগ মাধ্যমের কল্যাণে সেই খবর জেনেছিলেন শাবনূর। পরে পূর্ণিমাকে খুঁজে বের করে শাবনূর তার বাসায় আমন্ত্রণ জানান। এরপর পূর্ণিমা তার বাসায় যান এবং নিজের ফেসবুক পেজ থেকে শাবনূরের সঙ্গে লাইভে আসেন। গুঞ্জনে জল ঢেলে দিয়ে সেদিন এই দুই তারকা জানান, ‘সবাই মনে করে আমাদের মধ্যে দা-কুমড়ো সম্পর্ক। কিন্তু মোটেও তা না।’

দীর্ঘদিন পর দেখা হওয়ায় গল্প আড্ডা আর খাওয়া দাওয়ায় মেতে ওঠেন শাবনূর ও পূর্ণিমা

পূর্ণিমা গণমাধ্যমকেও বলেছেন, ‘আমাদের দুজনের সম্পর্কটা ফুলের পাপড়ির মতো। শাবনূর আপু অভিনয়ের প্রতিষ্ঠান। আমাদের সবার অনুপ্রেরণা। যখন ইন্ডাস্ট্রিতে প্রথম এসেছি, নির্মাতারা শাবনূর আপুর উদাহরণ দিয়ে বলতেন, তার মতো করে কাজ করো। কিন্তু আমরা আপুর ধারে-কাছেও ছিলাম না। আমি অনেকবার তাকে কপি করার চেষ্টা করেছি কিন্তু পারিনি। মানুষ হিসেবে তার তুলনা নেই।’

এ সম্পর্কিত আরও খবর