মুম্বাই নামতেই ডুয়া লিপাকে নিয়ে পাপারাজ্জিদের হাস্যরস!

হলিউড, বিনোদন

বিনোদন ডেস্ক, বার্তা২৪.কম | 2024-11-30 17:00:31

বিশ্বখ্যাত পপ তারকা ডুয়া লিপা প্রতিবেশী দেশ ভারতের মায়ানগরী মুম্বাইয়ে পা রেখেছেন। আজ তিনি রাতে মুম্বাইয়ের এমএমআরডিএ, বিকে সি-তে অনুষ্ঠিত জোমাতো ফিডিং ইন্ডিয়া কনসার্টে অংশ নেবেন তিনি।

এবার মুম্বাই বিমানবন্দরে ডুয়া লিপাকে দেখা যায় একটি হলুদ টি-শার্ট এবং ব্যাগি প্যান্টে। পাপারাজ্জি ক্যামেরায় বন্দি করেছেন তার গাড়ির দিকে এগিয়ে যাওয়ার মুহূর্ত। এ সময় কেউ কেউ মজার ছলে বলছিলেন, ‘ডুয়া.. ডুয়া..দুয়া মে ইয়াদ রাখনা।’ বলিউডের জনপ্রিয় একটি গানের লাইন এটি। ফলে ডুয়া লিপার নামের সঙ্গে মিল রেখেই ভক্ত-পাপারাজ্জিরা গানটি গেয়ে উঠলেন, সেই মুহূর্তটি বেশ মজার ছিল।

পপ তারকা ডুয়া লিপা

এর আগে ডুয়া লিপা তার মুম্বাই কনসার্টের ঘোষণায় একগুচ্ছ ছবি শেয়ার করে বলেছিলেন, ‘ভারত, আমি আবার আসছি! বছরের শুরুতে ভারতে আমার সফর আমাকে মনে করিয়ে দিয়েছিল যে, আমি এই দেশটিকে কতটা ভালোবাসি। এখানকার মানুষজনের উষ্ণতা ও শক্তি অসাধারণ। আমি আবারও এখানে এসে পারফর্ম করতে মুখিয়ে আছি। দেখা হবে নভেম্বরে!’

বিশ্বখ্যাত পপ তারকা ডুয়া লিপা

এর আগে, ডুয়া লিপা তার পরিবারের সঙ্গে ভারতে এসেছিলেন। তিনি দিল্লি এবং রাজস্থান ঘুরে দেখেছিলেন। সেই সফরের স্মৃতি তুলে ধরে ইনস্টাগ্রামে তিনি লিখেছিলেন, ‘বছর শেষে ভারতে থাকতে পেরে নিজেকে অনেক ভাগ্যবান মনে হচ্ছে। এখানকার মানুষদের ভালোবাসা, উদারতা, আতিথেয়তা এবং সৌজন্যতা আমাকে মুগ্ধ করেছে। এই অভিজ্ঞতা আমার জন্য খুবই তাৎপর্যপূর্ণ। পরিবারসহ এখানে ঘুরে, নিজেকে পুনর্গঠন ও প্রস্তুত করার সুযোগ পেয়েছি। নতুন বছরের জন্য এখন পুরোপুরি রিচার্জড! কী দারুণ অনুভূতি!!!’

পপ তারকা ডুয়া লিপা

মুম্বাইয়ের আজকের কনসার্টে ডুয়া লিপার পাশাপাশি ভারতের শীর্ষস্থানীয় কিছু জনপ্রিয় গায়ক-গায়িকাও পারফর্ম কোর কথা রয়েছে।

এ সম্পর্কিত আরও খবর