কেন হলিউডে মান ধরে রাখতে পারেননি জানালেন প্রিয়াঙ্কা

হলিউড, বিনোদন

বিনোদন ডেস্ক, বার্তা২৪.কম | 2024-11-06 17:58:15

বলিউডের অন্যতম সফল অভিনেত্রীর ক্যারিয়ার ছেড়ে হুট করেই যুক্তরাষ্ট্রে পাড়ি দেন প্রিয়াঙ্কা চোপড়া। টিভি সিরিজ ‘কোয়ান্টিকো’ দিয়ে শুরুটা দারুণ হয়েছিলো হলিউডে। একাধিকবার পিপলস চয়েস অ্যাওয়ার্ড জিতেছিলেন। এরপর সাড়াজাগানো ‘বেওয়াচ’ সিনেমার রিমেকে ডোয়াইন জনসনের সঙ্গে পর্দা ভাগাভাগি করেন অভিনেত্রী।

গত বছর রুশো ভ্রাতৃদ্বয়ের আলোচিত সিরিজ ‘সিটাডেল’-এ গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেন। তবে মোটাদাগে প্রথম সারির হলিউড সিনেমার গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যায়নি ভারতীয় অভিনেত্রীকে। সম্প্রতি এক সাক্ষাৎকারে ভক্ত-অনুসারীদের এমন অভিযোগের উত্তর দিয়েছেন প্রিয়াঙ্কা।

প্রিয়াঙ্কা চোপড়া জোনাস

গত কয়েক বছরে ‘এ কিড লাইক জেক’, ‘ইজন্ট ইট রোমান্টিক’, ‘উই ক্যান বি হিরোজ’-এর মতো সিনেমা করেছেন প্রিয়াঙ্কা। যেগুলো ব্যবসায়িক সাফল্য পায়নি, জোটেনি সমালোচকদের প্রশংসাও। এর মধ্যে কয়েকটি সিনেমা তো নিজেই ভুলে যেতে চাইবেন তিনি। তবে কেন একের পর এক এ ধরনের সিনেমা করেছেন?

প্রিয়াঙ্কা চোপড়া জোনাস

‘বলিউডে আমাকে ক্রমশ কোণঠাসা করা হচ্ছিল। একটা সময়ের পরে আমাকে কোনো ছবিতে নেওয়া হচ্ছিল না। লোকজনদের সঙ্গে মতান্তর হচ্ছিল।’ বলেন প্রিয়াঙ্কা। এখানেই শেষ নয়, তিনি আরও বলেন, ‘এই খেলায় আমি পারদর্শী নই। ইন্ডাস্ট্রির অন্দরে এত রাজনীতি সামাল দিতে দিতে ক্লান্ত হয়ে পড়েছিলাম আমি। বলে দিয়েছিলাম, আমি বিরতি চাই।’

বলিউডের এত সাফল্য পেছনে ফেলে কেন তিনি হলিউডে পাড়ি দিলেন? তা-ও আবার ছোটখাটো চরিত্রে অভিনয়ের জন্য? প্রায়ই এই প্রশ্নের মুখোমুখি হন অভিনেত্রী।

প্রিয়াঙ্কা চোপড়া জোনাস

এই প্রসঙ্গে তার জবাব, ‘যেকোনো ছোটখাটো চরিত্রে অভিনয়ে রাজি হয়েছিলাম আমি কারণ, ইংরেজি ভাষায় ছবি করার অভিজ্ঞতা সঞ্চয় করতে হতো আমাকে। যারা আমাকে বলিউডে অভিনয় করার সময় থেকে চেনেন, তারা প্রায়শই প্রশ্ন করেন—কেন আমি হলিউডে ছোট চরিত্রে ও বি-গ্রেড ছবিতে কাজ করেছি? তাঁদের কাছে এটাই আমার উত্তর।’

প্রিয়াঙ্কা চোপড়া জোনাস

সামনে প্রিয়াঙ্কাকে দেখা যাবে বেশ কয়েকটি সিনেমায়। এ ছাড়াও তার নিজের প্রযোজনা সংস্থা থেকেও মুক্তি পাবে আরও কয়েক ছবি।

এ সম্পর্কিত আরও খবর