ওটিটির জন্য বানানো দীঘির ছবিটি আসছে বড়পর্দায়

ঢালিউড, বিনোদন

বিনোদন ডেস্ক, বার্তা২৪.কম | 2024-10-17 15:18:39

কয়েক মাস আগে সোশ্যাল মিডিয়ায় একটি বিয়ের কার্ড পোস্ট করেন জনপ্রিয় অভিনেত্রী প্রার্থনা ফারদিন দীঘি। কার্ডটি পোস্ট করে লিখেছিলেন, ‘আর অপেক্ষা করতে পারছি না। আলহামদুলিল্লাহ সব কিছুর জন্য।’

এ নিয়ে ভক্তদের মধ্যে শুরু হয় গুঞ্জন। তাহলে কি বিয়ে করতে যাচ্ছেন অভিনেত্রী? পরে অবশ্য জানা যায়, এটি তার নতুন সিনেমার প্রচারের অংশ। তবে সেই সময়ে সিনেমা নিয়ে কিছু না জানালেও এবার জানা গেল, গত মঙ্গলবার বাংলাদেশ চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ডে জমা পড়েছে সেই ছবি। ‘৩৬-২৪-৩৬’ নামের সেই সিনেমায় দীঘির নায়ক শাওন। চরকির মিনিস্ট্রি অব লাভ প্রকল্পের এটি পঞ্চম সিনেমা। শুরুতে ‘৩৬-২৪-৩৬’ ওয়েব ফিল্ম হিসেবে কেবল ওটিটিতে মুক্তির কথা ছিল, তবে এখন ছবিটি প্রেক্ষাগৃহেও মুক্তি দিতে চায় চরকি। ছবিটির নাম থেকে অনুমান করা যায়, সমাজের চোখে নারীকে আকর্ষণীয় হতে গেলে শরীরের কেমন মাপ থাকতে হবে ও সেই সামাজিক চাপ বিভিন্ন শারীরিক গড়নের নারীর জীবনে কি প্রভাব ফেলে তা দেখানো হবে। 

দীঘি এখন কাজ বাছাইয়ের ক্ষেত্রে বেশ সচেতন। শুধু কাজের সংখ্যা বাড়াতে চান না। মনের মতো গল্প পেলেই অভিনয় করছেন। তিনি জানালেন, তেমনই একটি গল্প ‘৩৬-২৪-৩৬’।

অভিনেত্রী প্রার্থনা ফারদিন দীঘি

দীঘির মতে, এত থ্রিলার সিনেমার ভিড়ে দর্শকদের কিছুটা হলেও অন্য স্বাদ দেবে ‘৩৬-২৪-৩৬’। যে কারণে রোমান্টিক কমেডি ঘরানার গল্পটি বেছে নেন। এই নায়িকা বলেন, ‘একটি গল্প যতটা সাধারণভাবে বলা যায় ততই দর্শকের কাছে যায়। এই সিনেমায় সেই চেষ্টাই করা হয়েছে। দিন শেষে একটু বিনোদন চায় মানুষ। সহজভাবে বাঁচতে চায়। সেটাই এ সিনেমার গল্প।’

এই ছবিতে দীঘির বিপরীতে রয়েছেন ছোটপর্দার জনপ্রিয় অভিনেতা সৈয়দ জামান শাওন। ক্যারিয়ারের প্রথম সিনেমা ‘কাঠবিড়ালী’ দিয়ে দর্শকদের কাছে প্রশংসিত হন এই অভিনেতা। পরে বেশ কিছু সিনেমার প্রস্তাব পেলেও করেননি। গত বছর গোপনেই এই সিনেমায় নাম লেখান। শাওন বলেন, ‘এটা পারফেক্ট সিনেমার গল্প। একই সঙ্গে এখানে কমেডি যেমন রয়েছে, তেমনি আবার রোমান্টিক গল্পও রয়েছে। আবার সামাজিক বার্তা রয়েছে। পারিবারিক ঘরানার সিনেমাটি দেখে দর্শক হতাশ হবেন না।’

‘৩৬-২৪-৩৬’  সিনেমায় শাওন ও দীঘি

প্রথমবার দীঘির সঙ্গে কাজ বিষয়ে এই অভিনেতা বললেন, ‘সামাজিক যোগাযোগমাধ্যমে দীঘির আলাদা একটি ইমেজ আছে। সেগুলো পাশ কাটিয়ে সে অভিনয়ে অনেক সিনসিয়ার। বেশ সময় নিয়ে আমরা কাজটি করেছি। যে কারণে আমাদের গল্পটা জমেছে। দুজনকেই দর্শক নতুনভাবে পাবেন।’

চরকির ইন্টার্নশিপ সিরিজ বানিয়ে এর আগে প্রশংসিত হয়েছিলেন রেজাউর রহমান। এটা প্রথম সিনেমা। এই পরিচালক বলেন, ‘সিনেমাটি খুবই কালারফুল। বড় আয়োজনের মধ্য দিয়ে বৈচিত্র্য আনতে চেয়েছি। দর্শক বিনোদন পাবেন; সংলাপ ও ঘটনা সেভাবেই সাজানো। আগে ‘ইন্টার্নশিপ’ দেখে দর্শক যেমন বিনোদন পেয়েছেন, ‘৩৬-২৪-৩৬’ সিনেমার গল্প, পটভূমিও দর্শকদের আলাদা একটি জগতে নিয়ে যাবে।’

‘৩৬-২৪-৩৬’  সিনেমায় শাওন, দীঘি ও কারিনা কায়সার

সিনেমায় দীঘি-শাওন ছাড়াও অভিনয় করেছেন কারিনা কায়সার, গোলাম কিবরিয়া তানভীর, মিলি বাশার, মানস বন্দ্যোপাধ্যায়, শহীদুল আলম সাচ্চু, রোজী সিদ্দিকী, শামীমা নাজনীন, আবু হুরায়রা তানভীরসহ অনেকে।

এ সম্পর্কিত আরও খবর