জমেনি আসিফের ‘ভাল্লাগে ‘খুশিতে, ঠ্যালায়, ঘোরতে’

সুরতাল, বিনোদন

স্টাফ করেসপন্ডেন্ট, বিনোদন, বার্তা২৪.কম | 2023-08-10 03:13:34

প্রথমে সংবাদ মাধ্যম, তারপর ফেসবুক ওয়াল থেকে শুরু করে সবার মুখে মুখে শোনা যায় ‘ভাল্লাগে ‘খুশিতে, ঠ্যালায়, ঘোরতে’ কথাগুলো। সেই কথাগুলোকে কাজে লাগিয়ে গানটা গেয়েই ফেললেন জনপ্রিয় সংগীত শিল্পী আসিফ আকবর।

বুধবার (৩০ জানুয়ারি) আসিফ তার ফেসবুক পেজে গানটি শেয়ার করেন। তবে ‘ভাল্লাগে ‘খুশিতে, ঠ্যালায়, ঘোরতে’ কথাগুলো সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করে মানুষ যেভাবে মজা পেয়েছেন সেই মজাটা গানটিতে ফুটিয়ে তুলতে পারেন নি আসিফ।

তবে কেউ মজা পাক আর না পাক আসিফ বেশ মজা নিয়েই গানটি গেয়েছেন। গানটির ভিডিওই তার প্রমাণ।

গানটি নিয়ে আসিফ ভক্তদের মধ্যে চলছে নানা তর্ক-বিতর্ক। কেউ কেউ আসিফকে খুশিতে ঠ্যালায় অভিনন্দন জানিয়েছেন, আবার কেউবা এর মতবিরোধ্ও করেছেন।

কমেন্টে আসিফভক্ত একজন লিখেন, সময়ের স্রোতে আসিফ যেন নিজেকে না ঢেলে দেয় নাহলে কৃর্তিমান কাজগুলোও একসময় হারিয়ে যাবে।

আরেকজন লিখেন, আসিফ আকবর থেকে এমন ধরণের গান আশা করেন নি।

তবে গানটিকে অনেকে ব্যাপক বিনোদন হিসেবে নিয়েছেন। একজেন লিখেছেন খুশিতে ঠ্যালায় ভাল্লাগে গানটি ৫০ বার শুনেছেন। আরেকজন আসিফকে অভিনন্দন জানিয়ে লিখেন, এই মনে করেন যে ভাল্লাগে, খুশিতে, ঠ্যালায় গানটি পেয়ে গেলাম।

৩০ জানুয়ারি থেকে ১ ফেব্রুয়ারি পর্যন্ত ৯ লাখ ৭৫ হাজার দর্শক গানটি দেখেছেন ও শুনেছেন । তবে আসিফের ফেসবুক পেজের ফলোয়ারের তুলনায় কম হয়েছে।

‘ভাল্লাগে ‘খুশিতে, ঠ্যালায়, ঘোরতে’ গানটি লিখেছেন গীতিকবি সহৃদ সুফিয়ান আর সুর করেছেন প্লাবন কোরেশী।

এ সম্পর্কিত আরও খবর