আইটিআই পদকে ভূষিত হলেন রামেন্দু মজুমদার

নাট্যশালা, বিনোদন

বিনোদন ডেস্ক | 2023-09-01 14:07:29

ইন্টারন্যাশনাল থিয়েটার ইনস্টিটিউটের (আইটিআই) সাবেক বিশ্ব সভাপতি ছিলেন বাংলাদেশের নাট্যজন রামেন্দু মজুমদার। তিনি এখন এর সাম্মানিক সভাপতি। আইটিআইয়ের প্রতি প্রতিশ্রুতি ও অসামান্য অবদানের স্বীকৃতি হিসেবে তাকে এবার ভূষিত করা হলো পদকে।

গত ২৩ নভেম্বর চীনের হাইকুর হাইনান অপেরা হাউজে আইটিআইয়ের ৭০তম প্রতিবার্ষিকীর অনুষ্ঠানে রামেন্দু মজুমদারকে এই সম্মান জানানো হয়। তার পাশাপাশি আইটিআই পদকে ভূষিত হয়েছেন আরও দু’জন সাবেক আইটিআই সভাপতি দক্ষিণ কোরিয়ার জং-ওক কিম ও জার্মানির ম্যানফ্রেড বাইলহার্জ।

আইটিআইয়ের ৭০তম প্রতিবার্ষিকী উপলক্ষে ইউনেস্কোর পৃষ্ঠপোষকতায় চার দিনের উদযাপন অনুষ্ঠান ও হাইকু থিয়েটার ফেস্টিভ্যাল চলবে সোমবার (২৬ নভেম্বর) পর্যন্ত। এতে যোগ দিয়েছেন প্রায় ২০০ জন বিদেশি ও চীনা প্রতিনিধি।

এই আয়োজনে বাংলাদেশ থেকে রামেন্দু মজুমদারের পাশাপাশি অংশ নিয়েছেন আইটিআইয়ের প্রকাশনা পর্ষদের সচিব বাবুল বিশ্বাস।

এ সম্পর্কিত আরও খবর