তারকা দম্পতি ভিকি কৌশল ও ক্যাটরিনা কাইফ। গত বছরের ৯ ডিসেম্বর বিয়ের বন্ধনে আবদ্ধ হন তারা। এরপর ১০ ডিসেম্বর মধুচন্দ্রিমার জন্য মালদ্বীপে পাড়ি জমিয়েছিলেন এই দম্পতি। সেখান থেকে ফিরে যে যার কাজ নিয়ে ব্যস্ত হয়ে পড়েন তারা।
সেই ব্যস্ততার মাঝে যতোটুকু সময় পাচ্ছেন একে অপরের সঙ্গে কাটাচ্ছেন ভিক্যাট। ক’দিন আগেই ছিলো হোলি উৎসব। বিশেষ সেই দিনটি স্বামী, শ্বশুর-শাশুড়ি ও দেবরকে সঙ্গে নিয়ে কাটিয়েছেন।
এবার শ্বশুর-শাশুড়ি ও স্বামীকে নিয়ে নৈশভোজ করতে দেখা গেলো বলিউডের এই অভিনেত্রীকে। শনিবার (১৯ মার্চ) মুম্বাইয়ের একটি রেস্টুরেন্টে গিয়েছিলেন এই তারকা দম্পতি। যেখানে ভিকির বাবা-মায়ের পাশাপাশি উপস্থিত ছিলেন ক্যাটের মা সুজানাও।
নৈশভোজ শেষে রেস্টুরেন্ট থেকে বেরিয়ে আসার পর পাপারাজ্জিদের ক্যামেরায় বন্দি হন ভিকি ও ক্যাটরিনা। এসময় তাদের সঙ্গে পোজ দিতে দেখা যায় ক্যাটের মা সুজানাকেও।
ক্যাটরিনা কাইফ বর্তমানে ব্যস্ত রয়েছেন ‘টাইগার থ্রি’ ছবির কাজ নিয়ে। ভিকি কাজ করছেন লক্ষণ উতেকার পরিচালিত একটি ছবিতে। যার নামটি এখনও ঠিক হয়নি।