তুমি আমার হৃদয়ে আছো

সিনেমা, বিনোদন

বিনোদন ডেস্ক, বার্তা২৪.কম | 2023-09-01 20:01:42

জীবনের নতুন অধ্যায় শুরু করেছেন শাহিদ কাপুরের সৎ বোন সানাহ কাপুর। গত ২ মার্চ বিয়ের বন্ধনে আবদ্ধ হয়েছেন সানাহ।

শহিদ-সানাহ সৎ ভাই-বোন হলেও তাদের সম্পর্কে কখনও কোনও তিক্ততা হয়নি, বরং বড় ভাইয়ের সব দায়িত্ব পালন করে নিজে দাঁড়িয়ে থেকে বোনের বিয়ে দিলেন বলিউডের এই অভিনেতা।

এরইমধ্যে সোশ্যাল মিডিয়ায় সানাহ কাপুরের বিয়ের বেশ কয়েকটি ছবি প্রকাশ পেয়েছে। তবে সেসবের মধ্যে সবচেয়ে বেশি ভাইরাল হয়েছে একটি ছবি।

ভাইরাল হওয়া ওই ছবিটিতে দেখা যাচ্ছে, ছেলে জেইন কাপুরকে বুকে জড়িয়ে ধরে রেখেছেন শহিদ কাপুর। এসময় বাবা-ছেলের পরনে দেখা গেছে একই পোশাক।


ছবিটি নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে শেয়ার করেছেন শহিদ কাপুর নিজেও। যার ক্যাপশনে তিনি লিখেছেন, “তুমি (জেইন কাপুর) আমার হৃদয়ে আছো। আর এটি তুমি খুব ভালো করেই জানো।”

বর্তমানে শহিদ কাপুর ব্যস্ত রয়েছেন ‘জার্সি’র কাজ নিয়ে। এতে তার বিপরীতে দেখা যাবে ম্রুণাল ঠাকুরকে। গত বছরের ডিসেম্বরে মুক্তি পাওয়ার কথা ছিলো ছবিটি। কিন্তু করোনাভাইরাসের নতুন ভেরিয়েন্ট ওমিক্রনের কারণে পিছিয়ে দিতে হয় সেই তারিখ। সব ঠিক থাকলে আগামী ১৪ এপ্রিল প্রেক্ষাগৃহে আসছে ছবিটি।

এ সম্পর্কিত আরও খবর