নতুন অতিথিকে স্বাগত জানালেন অভিনেতা-গায়ক আদিত্য নারায়ণ ও তার স্ত্রী শ্বেতা আগারওয়াল। শুক্রবার (৪ মার্চ) কন্যা সন্তানের আগমনের বিষয়টি নিশ্চিত করেছেন আদিত্য।
মেয়ের বাবা হতে পেরে উচ্ছ্বসিত আদিত্য জানান, ‘সবাই বলছিল আমাদের নাকি ছেলে হবে। কিন্তু আমি মনে মনে একটাই প্রার্থনা করছিলাম ঈশ্বর আমার যেন মেয়ে হয়। আমার মনে হয় মেয়েরা তার বাবার সবচেয়ে কাছের হয়, আমি খুব খুশি যে আমার ঘরে লক্ষ্মী এসেছে। আমরা এখন স্বামী-স্ত্রী থেকে বাবা-মা হতে পেরে গর্বিত।’
জানা গেছে- সপ্তাহ খানেক আগেই কন্যা সন্তানের জন্ম দিয়েছেন শ্বেতা। গত ২৪ ফেব্রুয়ারি নারায়ণ পরিবারে এই নতুন অতিথি এসেছে। মা-মেয়ে দু’জনেই সুস্থ আছেন।
এদিকে, ছেলে আদিত্য নারায়ণের ঘরে নতুন অতিথি আসায় দাদা হলেন ভারতের জনপ্রিয় সংগীতশিল্পী আদিত্য নারায়ণ।
২০২০ সালের ১ ডিসেম্বর ‘শাপিত’র সহশিল্পী শ্বেতা আগারওয়ালকে বিয়ে করেন আদিত্য।