রাজকীয় অবতারে হাজির ঐশ্বরিয়া

সিনেমা, বিনোদন

বিনোদন ডেস্ক, বার্তা২৪.কম | 2023-08-29 21:21:09

মনি রত্নম পরিচালিত ‘পুন্নিইন সেলভান’-এ অভিনয়ের মধ্য দিয়ে চার বছর পর বড়পর্দায় কামব্যাক করতে যাচ্ছেন ঐশ্বরিয়া রাই বচ্চন। এতে বলিউডের এই অভিনেত্রীর সহশিল্পী হিসেবে দেখা যাবে চিয়ান বিক্রম, জায়াম রবি, কার্থি এবং তৃষাকে।

আজ (২ মার্চ) ‘পুন্নিইন সেলভান’-এ ঐশ্বরিয়ার প্রথম ‍লুক প্রকাশ করেছে। যেখানে একেবারে রাজকীয় অবতারে হাজির হয়েছেন সাবেক এই বিশ্বসুন্দরী।

‘পুন্নিইন সেলভান’ লেখক কালকি কৃষ্ণমূর্তির একই নামে লেখা তামিল ভাষায় ঐতিহাসিক উপন্যাস নিয়ে নির্মিত হচ্ছে।


জানা গেছে- নতুন এই ছবিটিদে দুটি চরিত্রে পাওয়া যাবে ঐশ্বরিয়া রাই বচ্চনকে। যার একটির নাম নন্দিনী এবং অপর চরিত্রের নাম মান্দাকিনী দেবী।

‘পুন্নিইন সেলভান’র সংগীত পরিচালনার দায়িত্বে আছেন অস্কারজয়ী সংগীত পরিচালক এ আর রহমান।

এ নিয়ে চতুর্থবার মনি রত্নমের পরিচালনায় কাজ করতে যাচ্ছেন ঐশ্বরিয়া রাই বচ্চন। নতুন এই ছবিটির আগে ‘ইরুভার’, ‘গুরু’ ও ‘রাভন’-এ জুটিবদ্ধ হয়ে কাজ করেছেন তারা।

সবশেষ ২০১৮ সালে ‘ফান্নে খান’ ছবিতে দেখা গিয়েছিলো ঐশ্বরিয়া রাই বচ্চনকে। এতে তার সহশিল্পী হিসেবে ছিলেন অনিল কাপুর ও রাজকুমার রাও।

এ সম্পর্কিত আরও খবর