স্ক্রিন অ্যাক্টরস গিল্ড (এসএজি) অ্যাওয়ার্ডসের ২৮তম আসরে সর্বাধিক তিনটি পুরস্কার জিতেছে ‘স্কুইড গেম’। টেলিভিশনের সেরা সম্মিলিত স্টান্ট শাখায় বিজয়ী হয়েছে এটি। এসএজি অ্যাওয়ার্ডসের ইতিহাসে এবারই প্রথম ইংরেজি ব্যতিত অন্য ভাষার কোনও সিরিজ পুরস্কার জিতলো। নেটফ্লিক্সের দক্ষিণ কোরিয়ান এই হিট সিরিজে দারুণ অভিনয়ের জন্য লি জঙ-জে সেরা টিভি অভিনেতা এবং হো-ইওন চঙ সেরা টিভি অভিনেত্রী হয়েছেন।
যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় সান্টা মনিকা বিমানবন্দরে ২৭ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হয় এসএজি অ্যাওয়ার্ডস।
‘কিং রিচার্ড’ ছবিতে টেনিস তারকা ভেনাস ও সেরেনা উইলিয়ামসের বাবার ভূমিকায় অনবদ্য অভিনয় করে সেরা অভিনেতা হয়েছেন উইল স্মিথ। ‘দ্য আইস অব টেমি ফেই’ ছবিতে সত্তর দশকের আমেরিকান টিভি ব্যক্তিত্ব টেমি ফেই চরিত্র ফুটিয়ে তুলে সেরা অভিনেত্রী হয়েছেন জেসিকা চ্যাস্টেইন।
এসএজি অ্যাওয়ার্ডসের সর্বোচ্চ পুরস্কার সম্মিলিত অভিনয়শিল্পীসহ দুটি স্বীকৃতি পেয়েছে ‘কোডা’। ছবিটিতে শ্রবণশক্তি থাকা সন্তানের বধির বাবার ভূমিকায় থাকা ট্রয় কটসার সেরা পার্শ্ব অভিনেতা হয়েছেন। এবারই প্রথম কোনও বধির তারকা পৃথকভাবে এসএজি অ্যাওয়ার্ড জিতলেন।
‘ওয়েস্ট সাইড স্টোরি’র জন্য সেরা পার্শ্ব অভিনেত্রী হয়েছেন নিজেকে সমকামী পরিচয় দেওয়া আরিয়ানা ডিবোজ। সেরা সম্মিলিত স্টান্ট শাখায় পুরস্কার পেয়েছে জেমস বন্ড সিরিজের ‘নো টাইম টু ডাই’।
এইচবিও’র ‘সাকসেশন’ সেরা সম্মিলিত অভিনয়শিল্পী (ড্রামা সিরিজ) এবং অ্যাপল টিভি প্লাসের ‘টেড লাসো’ সেরা সম্মিলিত অভিনয়শিল্পী (কমেডি সিরিজ) পুরস্কার পেয়েছে। ‘মেয়ার অব ইস্টটাউন’-এ গোয়েন্দা পুলিশের ভূমিকায় অনবদ্য অভিনয় করে সেরা অভিনেত্রী (লিমিটেড সিরিজ অথবা টিভি মুভি) স্বীকৃতি পেয়েছেন কেট উইন্সলেট।
২৮তম স্ক্রিন অ্যাক্টরস গিল্ড অ্যাওয়ার্ডস বিজয়ীরা
সেরা সম্মিলিত অভিনয়শিল্পী
কোডা
সেরা অভিনেতা
উইল স্মিথ (কিং রিচার্ড)
সেরা অভিনেত্রী
জেসিকা চ্যাস্টেইন (দ্য আইস অব টেমি ফেই)
সেরা পার্শ্ব অভিনেতা
ট্রয় কটসার (কোডা)
সেরা পার্শ্ব অভিনেত্রী
আরিয়ানা ডিবোজ (ওয়েস্ট সাইড স্টোরি)
সেরা সম্মিলিত স্টান্ট
নো টাইম টু ডাই
টেলিভিশন শাখা
সেরা সম্মিলিত অভিনয়শিল্পী (ড্রামা সিরিজ)
সাকসেশন
সেরা অভিনেতা (ড্রামা)
লি জঙ-জে (স্কুইড গেম)
সেরা অভিনেত্রী (ড্রামা)
হো-ইওন চঙ (স্কুইড গেম)
সেরা সম্মিলিত অভিনয়শিল্পী (কমেডি সিরিজ)
টেড লাসো
সেরা অভিনেতা (কমেডি)
জেসন সুডেইকিস (টেড লাসো)
সেরা অভিনেত্রী (কমেডি)
জিন স্মার্ট (হ্যাকস)
সেরা অভিনেতা (টিভি মুভি অথবা লিমিটেড সিরিজ)
মাইকেল কিটন (ডোপসিক)
সেরা অভিনেত্রী (টিভি মুভি অথবা লিমিটেড সিরিজ)
কেট উইন্সলেট (মেয়ার অব ইস্টটাউন)
সেরা সম্মিলিত স্টান্ট
স্কুইড গেম