ফের একবার করোনা থাবা বসালো ভিক্টর বন্দ্যোপাধ্যায়ের শরীরে। এই নিয়ে তিন বার কোভিড রিপোর্ট পজিটিভ এল বর্ষীয়ান এই অভিনেতার।
কয়েক সপ্তাহ আগেই করোনা আক্রান্ত হয়েছিলেন অভিনেতা, এরপর সেরেও উঠেছিলেন। কিন্তু কয়েকদিন যেতে না যেতেই ফের তার শরীরে করোনা সংক্রমণ ধরা পড়ল।
দীর্ঘদিন ধরেই লাইমলাইটের আড়ালে রয়েছেন ভিক্টর। বাংলা থেকে স্বেচ্ছায় নির্বাসন নিয়েছেন তিনি, গত কয়েক বছর ধরেই মুসৌরীর বাসিন্দা অভিনেতা। ওয়েস্ট বেঙ্গল ফিল্ম জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সমাবর্তন অনুষ্ঠানে যোগ দিতে কলকাতায় এসেছিলেন তিনি, কিন্তু কোভিড পজিটিভ হওয়ার কারণে যোগ দিতে পারেননি।
সংগঠনের পক্ষ থেকে সত্যজিত রায়ের নামাঙ্কিত জীবনকৃতি সম্মান পাওয়ার কথা ছিল ভিক্টর বন্দ্যোপাধ্যায়ের। পরবর্তীতে জানানো হয়, পৃথক একটি অনুষ্ঠানের (ভিক্ট্রি ল্যাপ) মাধ্যমে আগামী ২৮ ফেব্রুয়ারি ভিক্টর বন্দ্যোপাধ্যায়কে সম্মানিত করবে ওয়েস্ট বেঙ্গল ফিল্ম জার্নালিস্ট অ্যাসোসিয়েশন।
করোনাভাইরাসের পাশাপাশি ডেঙ্গু দেখা দিয়েছে ভিক্টরের। তাই আপতত বাতিল করা হয়েছে ২৮ ফেব্রুয়ারি রোটারি সদনে আয়োজিত বিশেষ অনুষ্ঠান পর্ব।