বলিউডের নবদম্পতি ফারহান আখতার ও শিবানী দান্ডেকর কিছু মূল্যবান মুহূর্ত শেয়ার করলেন সামাজিক যোগাযোগ মাধ্যমে।
আজ (২৩ ফেব্রুয়ারি) সকালে দুই তারকা নিজেদের ভেরিফায়েড অ্যাকাউন্টে বিয়ের বেশকিছু ছবি পোস্ট করেন।
চার বছর ধরে প্রেমের পর গত ১৯ ফেব্রুয়ারি বিয়ের বন্ধনে জড়ান তারা।
ভারতের খান্ডালায় অবস্থিত বলিউডের এই অভিনেতার বাবা-মায়ের বাড়ি 'সুকুন'-এ হয়েছে বিয়ের সকল আনুষ্ঠানিকতা।
ঘরোয়া এই আয়োজনে ছিলেন দুই পরিবারের সদস্যরা। নতুন জীবনে পথচলা শুরুর দিন লাল রঙা গাউনে সেজেছিলেন শিবানি। ফারহান পরেন কালো স্যুট।
ফারহানকে বিয়ের পর ইনস্টাগ্রামে নিজের নামের সঙ্গে ‘আখতার’ যোগ করেছেন এই গায়িকা-অভিনেত্রী।
টেলিভিশনের সঞ্চালক, ভিজে, মডেল হিসেবেই পরিচিত শিবানী দান্দেকার। ছোট চরিত্র হলেও অভিনয় জগতে প্রশংসা কুড়িয়েছেন তিনি।
দিনো মোরিয়ার সঙ্গে সম্পর্ক ছিলো শিবানীর। তা ভেঙে যাওয়ার পরই ফারহানের সঙ্গে ঘনিষ্ঠতা বাড়ে তার।