দেখতে দেখতে এক বছর পূর্ণ করে ফেললো সাইফ আলি খান ও কারিনা কাপুর খানের দ্বিতীয় সন্তান জেহ আলি খান। গত বছরের ২১ ফেব্রুয়ারি এই তারকা দম্পতির ঘর আলোকিত করে আসে ছোট নবাব।
সামাজিক যোগাযোগ মাধ্যম ইনস্টগ্রামে দুই ছেলের একটি ছবি শেয়ার করেছেন কারিনা কাপুর খান। যেখানে দেখা যাচ্ছে, তৈমুর আলি খানের পেছনে পেছনে হামাগুড়ি দিয়ে এগিয়ে যাচ্ছে ছোট্ট জেহ। ছবিটির নিচে মজার একটি ক্যাপশনও লিখেছেন বেবো (কারিনা কাপুর খানের ডাকনাম)।
বলিউডের এই সুন্দরী লিখেছেন, “ভাই (তৈমুর আলি খান) আমার জন্য অপেক্ষা করো। আজ আমার এক বছর পূর্ণ হয়েছে। চলো আমরা একসঙ্গে পৃথিবী ঘুরে দেখবো। তবে অবশ্যই আম্মা (কারিনা) আমাদের সঙ্গে থাকবেন। শুভ জন্মদিন জেহ বাবা।”
কারিনা কাপুর খানের পাশাপাশি জেহকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছে তার ফুফু সাবা আলি খান। সামাজিক যোগাযোগ মাধ্যম ইনস্টাগ্রামে ভাতিজার সঙ্গে তোলা একটি ছবিও শেয়ার করেছেন সাবা।