শিবানী অন্তঃসত্ত্বা বলেই কি জলদি বিয়ে করলেন ফারহান?

সিনেমা, বিনোদন

বিনোদন ডেস্ক, বার্তা২৪.কম | 2023-09-01 06:00:36

দীর্ঘদিন লিভ-ইন সম্পর্কে থাকার পর শনিবার (১৯ ফেব্রুয়ারি) বিয়ের বন্ধনে আবদ্ধ হয়েছেন ফারহান আখতার ও শিবানী দান্দেকর।


ভারতের খান্ডালায় অবস্থিত বলিউডের এই অভিনেতার বাবা (জাভেদ আখবার)-মায়ের (শাবানা আজমি) বাড়ি ‘সুকুন’-এ হয়েছে বিয়ের সকল আনুষ্ঠানিকতা।

যেখানে উপস্থিত ছিলেন, শিবানীর বোন আনুশা দান্দেকর, ফারহানের বোন জোয়া আখতার, হৃতিক রোশন, ফারহা খান, রিয়া চক্রবর্তী ও দুই পরিবারের অন্যান্যরা।


এরইমধ্যে নব দম্পতির বেশ কয়েকটি ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। বিয়ের দিন লাল রঙের ফিশটেল গাউন বেছে নিয়েছিলেন শিবানী। ফারহান পরেছিলেন কালো রঙের স্যুট।

ছবিগুলো প্রকাশ্যে আসার পর ফারহান-শিবানীকে শুভেচ্ছা জানান সকলে। তবে আবার কেউ কেউ শিবানীর ছবি দেখে অনুমান করছেন মা হতে চলেছেন তিনি! আর তাই নাকি এত তড়িঘড়ি করে বিয়ের কাজটি সেরেছেন তারা।


কিন্তু যে ছবিটি নিয়ে এত চর্চা হচ্ছে, সেটি অনেক দূর থেকে তোলা হয়েছে। তাছাড়া শিবানীর দাঁড়ানোর ভঙ্গিমার জন্যই এই বিভ্রান্তি তৈরি হয়েছে।

এ সম্পর্কিত আরও খবর