৬০-এর কোটা পেরিয়ে গেলেও বলিউডের হ্যান্ডসাম হাঙ্কের তালিকায় সর্বদাই বিরাজমান অনিল কাপুর।
এই তারকার কাছে বয়স যে নিছকই একটা সংখ্যামাত্র, তার প্রমাণ বারেবারে দিয়েই চলেছেন।
অনেকেই বলেন কিউরিয়াস কেস অব বেঞ্জামিন বাটনের মতো এ হল কিউরিয়াস কেস অব অনিল কাপুর! কারণ যত তার বয়স বাড়ছে, ততই তিনি যৌবন ফিরে পাচ্ছেন।
বলিউডের এই অভিনেতা বর্তমানে একটি ছবির শুটিংয়ের জন্য শ্রীলঙ্কা রয়েছেন।
সেখান থেকে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে নিজের কাটানো নানা মুহূর্তের ছবি ভক্তদের সঙ্গে শেয়ার করে নিচ্ছেন তিনি।
অনিল কাপুরের শেয়ার করা ছবিগুলোতে কখনও তাকে সাইকেলিং, কখনও ব্যাডমিন্টন, আবার কখনও স্নোকার খেলতে দেখা গেছে।