ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের উরিতে এক সন্ত্রাসী হামলায় ১৯ ভারতীয় সেনা নিহত হয়। ভারতের পক্ষ থেকে এ হামলায় পাকিস্তানকে দায়ী করা হয়। সীমান্তে সন্ত্রাসী কর্মকাণ্ড নিয়ে দুই দেশের উত্তেজনার মধ্যেই পাকিস্তান নিজ দেশে ভারতীয় চ্যানেল এবং ভারত পাকিস্তানী চ্যানেল নিষিদ্ধ করে দেয়।
শুধু চ্যানেলই নয়, ভারত পাকিস্তান এবং পাকিস্তান ভারতীয় তারকাদেরও নিষিদ্ধ করে দেয়।
এদিকে, গত ৬ ফেব্রুয়ারি না ফেরার দেশে পাড়ি জমান সুরসম্রাজ্ঞী লতা মঙ্গেশকর। কিন্তু ভারত-পাকিস্তান নিষিদ্ধের কারণে প্রিয় তারকাকে শেষবার দেখতে যেতে পারেননি পাকিস্তানী সংগীতশিল্পী আতিফ আসলাম।
কিন্তু প্রিয় তারকাকে শেষ শ্রদ্ধা না জানাতে পারলেও তাকে গানের মধ্য দিয়ে স্মরণ করেছেন আতিফ আসলাম।
সম্প্রতি দুবাইতে একটি কনসার্টে অংশ নিয়েছিলেন আতিফ আসলাম। সেখানেই লতা মঙ্গেশকরের জনপ্রিয় গান ‘এক পেয়ার কা নাগমা’ গানটি গেয়ে লতা মঙ্গেশকরকে স্মরণ করেন আতিফ।
#AtifAslam beautiful tribute to #LataMangeshkar ❤️ pic.twitter.com/Oe9eKlppZx
— S_shah (@shah1_sj) February 13, 2022
এরইমধ্যে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে আতিফ আসলামের সেই ভিডিও। যেখানে ভালো ভালো মন্তব্য করেছেন আতিফের ভারতীয় ভক্তরা। সেই সঙ্গে পাকিস্তানী ভক্তরা তো রয়েছেনই।