সদ্য মুক্তি পেয়েছে দীপিকা পাড়ুকোন অভিনীত ‘গেহরাইয়া’ ছবিটি। শকুন বাত্রা পরিচালিত ছবিটি প্রশংসা ও সমালোচনা দুটিই কুড়াচ্ছে সমানতালে। আর এরইমধ্যে দীপিকা জানালেন তিনি তার বাবা প্রকাশ পাড়ুকোনের বায়োপিক নির্মাণের প্রস্তুতি নিচ্ছেন।
স্বামী রণবীর সিংয়ের স্পোর্টস ড্রামা ‘৮৩’তে অভিনয়ের পাশাপাশি এটির প্রযোজক হিসেবেও কাজ করেছেন দীপিকা পাড়ুকোন। এবার বলিউডের এই অভিনেত্রী তার বাবাকে নিয়ে বানাতে চান সিনেমা।
সম্প্রতি ভারতীয় সংবাদমাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে দীপিকা জানিয়েছেন, ভারতীয় ক্রীড়াজগতকে আন্তর্জাতিক স্তরে তুলে ধরতে যে লড়াই তার বাবাকে করতে হয়েছে সেটাই তিনি চান দর্শকদের কাছে তুলে ধরতে।
যোগ করে দীপিকা আরও বলেন, সেই সময় তার বাবার কাছে উপযুক্ত সুযোগ সুবিধা ছিল ব্যাডমিন্টন প্রশিক্ষণের। একটি বিয়েবাড়ির হলঘরে তিনি প্রশিক্ষণ নিতেন। এখনকার অ্যাথলিটদের মতো সুযোগ সুবিধে পেলে হয়তো আরও ভালো খেলতেন।
দীপিকার নতুন এই ছবির নাম কি হতে যাচ্ছে বা এতে কারা কারা অভিনয় করবেন সে বিষয়ে কিছু জানাননি বলিউডের এই সুন্দরী।
কাজের দিক থেকে মার্চে স্পেন যাওয়ার কথা দীপিকার। সেখানে শাহরুখের সঙ্গে ‘পাঠান’-এর কাজ করবেন তিনি। পাশাপাশি ‘ফাইটার’, ‘প্রোজেক্ট কে’, ‘দ্য ইন্টার্ন’-এর রিমেকে দেখা মিলবে দীপিকার।