তিন বছর আগে ক্যানসারে আক্রান্ত হওয়ার খরবটি নিশ্চিত করে সকলকে চমকে দিয়েছিলেন তিনি। ক্যারিয়ার, স্বামী, সন্তান ও সংসার ছেড়ে চিকিৎসার জন্য পাড়ি জমিয়েছিলেন নিউইয়র্কে। সেখানেই নিচ্ছিলেন ক্যামোথেরাপি। এমনকী চিকিৎসার প্রয়োজনের নিজের চুল পর্যন্ত কেটে ফেলতে হয়েছে তাকে। কিন্তু কোনও কিছুই তাকে আটকে রাখতে পারেনি। সাহস নিয়ে প্রতি মুহূর্তের সঙ্গে মোকাবেলা করেছেন। যার ফল হিসেবে ক্যানসারের মতো মরণব্যাধিকে হারিয়ে দিয়েছেন। কথা হচ্ছে- বলিউড অভিনেত্রী সোনালি বেন্দ্রেকে নিয়ে।
চমকপ্রদ তথ্য হলো- শিগগিরই কাজে ফিরতে যাচ্ছেন ক্যানসারজয়ী এই অভিনেত্রী। নাচের প্রতিযোগীতামূলক অনুষ্ঠান ‘ডিআইডি লিটল মাস্টার’র মধ্য দিয়ে কামব্যাক করতে যাচ্ছেন বলিউডের এই অভিনেত্রী। এতে বিচারকের দায়িত্ব পালন করবেন তিনি। এর মধ্য দিয়ে তিন বছর পর কাজে ফিরছেন সোনালি।
সোনালি বেন্দ্রের পাশাপাশি এই অনুষ্ঠানে বিচারকের দায়িত্ব পালন করতে দেখা যাবে নৃত্যপরিচালক রেমো ডি’সুজা ও মৌনি রয়কে।
এদিকে, নাচের এই প্রতিযোগীতামূলক অনুষ্ঠানের মধ্য দিয়ে সোনালি বেন্দ্রে তিন বছর পর হলেও, পাঁচ বছর পর ছোটপর্দায় ফিরলেন মৌনি রয়।
এরইমধ্যে প্রকাশ পেয়েছে ‘ডিআইডি লিটল মাস্টার’র প্রোমো। যেখানে গোলাপি রঙা পোশাকে সোনালি ও মৌনিকে এবং রেমোকে দেখা গেছে কালো রঙা পোশাকে।
জানা গেছে- ‘ডিআইডি লিটল মাস্টার’ অনুষ্ঠানটি সঞ্চালনার দায়িত্ব পালন করবেন জয় ভানুশালি।
আগামী ১২ মার্চ থেকে প্রতি শনি ও রোববার রাত ৯টায় জিটিভিতে প্রচার হবে ‘ডিআইডি লিটল মাস্টার’।