বাবা হারালেন রাভিনা ট্যান্ডন

সিনেমা, বিনোদন

বিনোদন ডেস্ক, বার্তা২৪.কম | 2023-08-27 09:49:10

বাবা হারালেন বলিউড অভিনেত্রী-পরিচালক-প্রযোজক রাভিনা ট্যান্ডন। সামাজিক যোগাযোগ মাধ্যম ইনস্টাগ্রামে বাবা রবি ট্যান্ডনের সঙ্গে তোলা বেশ কয়েকটি ছবি শেয়ার করে বিষয়টি নিশ্চিত করেছেন রাভিনা নিজেই।

ছবিগুলোর ক্যাপশনে রাভিনা লিখেছেন, ‘তুমি সবসময় আমার সাথে হাঁটবে। আমি সবসময় তোমার থাকব। তোমাকে যেতে দেব না আমি কখনোই। ভালোবাসি বাবা তোমায়।’


ভারতীয় সংবাদমাধ্যমগুলোর প্রকাশিত প্রতিবেদনে জানা গেছে, শ্বাসকষ্টজনিত সমস্যা নিয়ে বৃহস্পতিবার (১০ ফেব্রুয়ারি) মধ্যরাতে মারা যান রবি ট্যান্ডন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৬ বছর।

বলিউডের খ্যাতনামা পরিচালক ছিলেন রবি ট্যান্ডন। ‘খেল খেল মে’, ‘অনোখি’, ‘মজবুর’, ‘খুদ-দার’, ‘জিন্দেগি’র মতো সিনেমা পরিচালনা করেছেন তিনি।

১৯৩৫ সালের ১৭ ফেব্রুয়ারি আগ্রায় জন্মগ্রহণ করেছিলেন রবি ট্যান্ডন।

এ সম্পর্কিত আরও খবর