বলিউডের বিতর্কের রানি রাখি সাওয়ান্ত। যখন যা মন চায় তাই বলে ও করে বসেন। বলা যায়, অনেকটা ঠোঁটকাটা স্বভাবের তিনি। তাইতো মির্চি গার্ল হিসেবেও তার পরিচিতি রয়েছে।
সালমান খানের সঞ্চালিত অনুষ্ঠান ‘বিগ বস’র ১৫তম মৌসুমের প্রতিযোগী ছিলেন রাখি সাওয়ান্ত। একই অনুষ্ঠানে দেখা গিয়েছিলো সামিতা শেঠিকেও। কিন্তু তার কেউই শেষ হাসি হাসতে পারেননি। কেননা ‘বিগ বস’র ট্রফি এবার ঘরে তুলেছেন টেলিভিশনের জনপ্রিয় অভিনেত্রী তেজস্বী।
গত ২ ফেব্রুয়ারি ছিলো সামিতা শেঠির ৪৩তম জন্মদিন। প্রেমিক, পরিবারের সদস্য ও কয়েকজন সহকর্মীকে নিয়ে বিশেষ দিনটি উদযাপন করেছেন সামিতা। যেখানে উপস্থিত ছিলেন রাখি সাওয়ান্ত।
সেই পার্টি থেকে বের হয়েই পাপারাজ্জিদের খপ্পরে পড়েন রাখি সাওয়ান্ত। তাদের ক্য়ামেরার সামনে নানা পোজও দিতে শুরু করেন রাখি। ঠিক সেই সময়ই, এক সাংবাদিক বলে ওঠেন, আপনি তো নোরা ফতেহির থেকেও হট! সাংবাদিকদের মুখে একথা শুনে কিছুটা লজ্জাও পেয়ে যান রাখি। তিনি সোজা বলেন, নোরা আমার দারুণ পছন্দের।
View this post on Instagram
এরপর মজা করে রাখি সাওয়ান্ত আরও বলেন, “আমার শরীরে যদি কারও ছোঁয়া লাগে তাহলে তার বিরুদ্ধে ৫০০ কোটি টাকার মানহানির মামলা করব।”